Paidverts এর আরেকটি সাইট My traffic Value ২০১১ সাল থেকে চালু আছে আর এই দুই সাইটের মধ্যে সমন্বয় করে কাজ করে আর বেশি আয় করা যায় ।
<strong>Paidverts থেকে অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন >Free Sing Up Paidverts <
এখন Paidverts এর ওয়েবসাইটে যান এর পর বাম পাশে উপরে “Register” এ ক্লিক করুন। Register এ ক্লিক করার পর নিচের মত পেজ আসবে।
create new account এ আপনার সঠিক তথ্য দিয়ে ফ্রমটি পূরণ করে “Open Account” এ ক্লিক করুন। আপনার তথ্য গুলো অব্যসই আপনার National ID এর সাথে মিল রেখে ফ্রমটি পূরণ করবেন । কোন ভূল করবেন না।
এর পর আপনার মেইলে কনফার্মেশন মেইল আসলে ইমেইলে কনফার্ম করুন। তার পর লগইন করুন।
লগইন করার পর আপনি নিচের মত পেজ দেখতে পাবেন এখান থেকে কাজ করার জন্য বা অ্যাড ভিউ করার জন্য আপনাকে ডান পাশ থেকে পেইড অ্যাড এ ক্লিক করতে হবে। এখান থেকে আপনি অ্যাড ভিউ করতে পারবেন।
প্রথমে আপনি কোন ডলারের এড পাবেন না। আপনাকে BAP (Bonus AD Point) সংগ্রহ করতে হবে। যদিও প্রথম দিন ১৬টি BAP দেবে পরের দিন থেকে প্রতিদিন ৮টি করে BAP দিবে ।
<strong>এখন আপনি কিভবে BAP গুলো সংগ্রহ করবেন । প্রথম 25 BAP এর নিচে লেখা “View activation ad” এ ক্লিক করুন।</strong>
এরপর নিচের মত পেজ আসবে, এই পেজ এ সবুজ লেখা গুলোর নিচের লাইন ফাঁকা থাকবে সেখানে ডান দিকের “x” এর উপরে কপি-পেস্ট আইকন থাকবে সেখানে ক্লিক করলে নিচের ফাঁকা লাইন পুরন হবে অটো পেষ্ট হয়ে, এই ভাবে তিনটি ঘড়ই পুরন করতে হবে।
তিনটি ঘড়ই পুরন করা হয়ে গেলে এবার “Proceed to Advertiser’s Website” এ ক্লিক করুন।
Proceed to Advertiser’s Website এ ক্লিক করারপর একটা নিউট্যাব অটো ওপেন হবে। ডানপাশের উপরে একটা ক্যাপচা বক্স থাকবে তার নিচে Your Answer দিয়ে Confirm এ ক্লিক করবেন।
কিছুখন অপেক্ষা করুন ।এর পর Confrom লিখা আসলে Confrom এ ক্লিক করুন ।
<strong>আপনার অ্যাকাউন্ট এ ১৬০০ BAP (Bonus AD Point) না হওয়া পয়ন্ত আপনি কোন ডলারের ($) অ্যাড পাবেন না।</strong>
এই BAP গুল আপনার অ্যাকাউন্ট এর নিষ্ক্রিয় হবার হাত থেকে বাঁচাবে সর্বশেষ যে দিন আপনি BAP ভিউ করবেন সেইদিন থেকে ২১ দিন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে।
আপনি যদি ২১ দিনের ভিতরে BAP (Bonus AD Point) ভিউ না করেন তবে আপনার অ্যাকাউন্ট বন্দ করে দিবে ।
<strong>যত বেশি BAP তত বেশি ডলারের এড পাবেন ।</strong>
এই ভাবে সব গুলো BAP (Bonus AD Point) সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা হয়ে গেলে নিচের মত “Request Micro Ad Pack” লেখা আসবে এটাতে ক্লিক করুন। আভাবে আপনি ৪বার Request করতে পারবেন একদিনে। প্রতি Request এ 50 BAP নিয়ে আপনাকে ১২টি ডলারের এড দিবে যার মূল্য 0.025$ ৪বারে হবে 0.1$ মোট সময় লাগে ৪মিনিট + ১২*৪ = ৩০মিনিট। ১০দিনে এক ডলার হবে।
যেভাবে আপনি BAP সংগ্রহ করেছেন সেই ভাবে এই অ্যাড গুলো ও ভিউ করতে পারবেন “View bonus ad” এ ক্লিক করে। উপরে থেকে “Order by value” তে ক্লিক করলে বেশি মূল্যর অ্যাড গুলো প্রথম এর দিকে আসবে।
<strong>
এখানে BAP বেশি থাকার কারনে বেশি মূল্যর অ্যাড দিয়েছে।</strong>
এখনে কত সংগ্রহ করলে কোন Group এ যাবেন তার লিস্টঃ
কি ভবে বেশি BAP সংগ্রহ করবেন।
এবার চলুন দেখি সুধু activation ad দেখা ছাড়া কিভাবে আরও বেশি BAP সংগ্রহ করা যায়। “View bonus ad” ভিউ করে $১.১৫ হলে আপনি Campaign Create করে বেশি BAP আয় করতে পারবেন বেশি BAP এর জন্য বেশি দামে অ্যাড পাবেন। $১.১৫এর Campaign Create করে আপনি 2500 BAP পাবেন ও সাথে ওই $১.১৫ এর রেভিনিউ পাবেন ৳১.৫৫, এই ভাবে যত বেশি Campaign Create করবেন তত BAP বেশি হবে। ডান পাশ থেকে “Buy Ads” এ ক্লিক করুন এর পর নিচের মত পেজ আসলে “Create Campaign” এ ক্লিক করুন।
নিচের মত পেজ আসলে Campaign সিলেক্ট করে আপনার ওয়েবসাইটের এড্রেস দিন অথবা আপানর কোন PTC Site এর Refarel link দিন । যদি আপনার নিজে ওয়েবসাইট হয়ে থাকে তাহলে লোগো, ব্যানার আপলোড দিতে পারেন না দিলে কোন সমস্যা নাই। এর পর নিচে তিন লাইন লিখতে হবে এই ওয়েবসাইট সম্পর্কে। এর পর “Enter your payment method” থেকে সিলেক্ট করে দিন আপনি কিভাবে অদের পেমেন্ট করবেন। আপনি আপনার blance থেকে পেমেন্ট করতে পারবেন । আবার যদি আপনি পেপাল বা পেজা থেকে পেমেন্ট করতে চান তাহলে ক্যাশ ইন করতে হবে। আরও সিলেক্ট করে দিন আপনি কয়টি Campaign বা Adpack কিনবেন। এই ভাবে কাজ করুন সফল হবেন।
>আপনি রেফারেল বাড়িয়ে আয় বাড়াতে পারবেন।
>বিভিন্ন গেম আছে এখানে গেম খেলে বেশি BAP সংগ্রহ করে আয় করতে পারবেন।
কিভাবে আপনি টাকা উঠাবেন “Cashout Earning” এ ক্লিক করলে নিচের মত পেজ পাবেন এখান থেকে আপনি কিসে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করে দিন। এখানে একটি কথা Cash out করতে আপনার জন্ম তারিখ লাগবে। সাবমিট করুন কয়েক দিনের মধ্যে পেয়ে যাবেন।
$$ পিটিসি সাইটের আয়ের টাকা কিভাবে তুলব :
• বাংলাদেশ পে’জা সাপোর্ট করে। পে’জার মাধ্যমে আপনি প্রায় ব্যাংকেই টাকা তুলতে পারবেন। ব্যাংক থেকে ২৪০ টাকা ফি দিয়ে টাকা উওোলন করতে পারবেন।আর বেশীরভাগ পিটিসি সাইট পে’জা সাপোর্ট করে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এর পর ভোটার আইডি ও ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পেজা ভেরিফাই করলেই টাকা তুলতে পারবেন ।
• এছড়া ব্যাংক ওয়্যার এর মাধ্যমে ৫০ টাকা ফি দিয়ে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমে সরাসরি টাকা তুলতে পারবেন
যাদের Payza অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে অ্যাকাউন্ট করুন
“>কিভাবে Payza একাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন……..।<
বুঝতে সম্যসা হলে এই ভিডিও দেখেন।(কমপ্লিট ভিডিও টিউট্রিয়াল)
>Paidverts Earning Per Day 1$ to 5$ (Full Bangla)</a>
>আমার Facebook Page <
my facebook Page</a>
•
আমার Youteb chennal
>my channel</a>
এই পোস্ট এর আরটিকেল ভিবিন্ন সাইট থেকে সংগ্রহ করা হইয়েছে।
>(ভুল ট্রট্রি হলে ক্ষমা করবেন…।
• আরও পোস্ট পেতে pchelpcenterbd এর সজ্ঞে থাখুন….। (ধন্যবাদ)