আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং পেশায় নিজের ক্যারিয়ার কে প্রফেশনাল করতে, শিখুন- “প্রফেশনাল ওয়েব ডিজাইন” ফ্রি!!
nikor422 | ৯৮৭ বার পঠিত | জুন ৭, ২০১৬ | আউটসোর্সিং | No | ১০:৩৮ AM |
আউটসোর্সিং পেশায় বর্তমানে ওয়েব ডিজাইন একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। বিশেষ করে নিশ্চিত নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য বাংলাদেশের অনেক তরুণ, তরুণীরা তাদের পছন্দের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে ওয়েব ডিজাইনিংকে। তারা দেশে এবং দেশের বাহিরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে যথেষ্ট (ডলার) অর্থ উপার্জন করছে। তবে সেই স্তরে পৌঁছোতে প্রয়োজন সঠিক সহজ গাইডলাইন এবং দক্ষহাতের কোর্স। এই লক্ষ্যেই তানজিল একাডেমী পক্ষ থেকে একদম ফ্রি!! তে শিখুন “প্রফেশনাল ওয়েব ডিজাইন”।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৯৮৭ বার পঠিত | জুন ৭, ২০১৬ | ১০:৩৮ AM