images (3)

তানজিল একাডেমীর পক্ষ থেকে জানাই সবাইকে সালাম শুভেচ্ছা আশাকরি সবাই ভালো আছেন

আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং নিয়ে দেশের প্রায় শতকরা আশি থেকে পঁচাশি জন মানুষেরই অনেক আগ্রহ রয়েছে ঘরে বসে আয় করার প্রবল ইচ্ছা। কিন্তু সবাই কী তা পারে? সবাই তা পারে না। কিন্তু কেন? কারন ভালোভাবে কাজ না শিখে ডলার আয় করার চিন্তা থাকে। আপনি ভালোভাবে কাজ না শিখে যদি মাসে মাসে ডলার আয় করতে চান তাহলে আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং মারকেটপ্লেসে কোনদিনই ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন না। আবার অনেকেই সময়ের অভাবেও কাজ শিখতে পারে না। ঢাকার বাইরে থাকার জন্যেও অনেকে কাজ শিখতে পারেন না। আবার অনেকে নতুন অবস্থায় বুঝতেই পারেন না যে, কোন দিক থেকে কিভাবে শুরু করবে। প্রচন্ড মেধা আর প্রবল ইচ্ছা থাকা সত্বেও আবার অনেকেই আছেন যারা টাকার জন্য (আর্থিক সমস্যা) কারনে পারছেনা ক্যারিয়ার গড়তে আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং পেশায়। কিন্তু যদি এমন হয় যে একদম ফ্রি!! তে, একেবারে বিনা মূল্যে পাচ্ছেন আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং এর সকল কোর্স! তাহলে কেমন হয়? আশাকরি যারা আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান এবং ঘরে বসে ইনকাম করতে চান হাজার হাজার ডলার তাদের সকলের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ। আর তাই আপনি যদি ভালোভাবে এবং ধারাবাহিক ভাবে একদম ফ্রি!! তে আউটসোর্সিং কোর্স Complete করতে চান তাহলে যোগদিন তানজিল একাডেমী তে।

আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং পেশা হিসেবে আপনাকে দক্ষ করে তুলতে কেন শিখবেন তানজিল একাডেমী থেকে ??

সম্প্রতি চালু হওয়া ইন্সটিটিউট তানজিল একাডেমী দেশের মানুষকে আরো বেশি অনলাইনে দক্ষ করার লক্ষ্যে তাঁদের কার্যক্রম শুরু করেছে। অন্য প্রতিষ্ঠান থেকে তানজিল একাডেমী সম্পূর্ণই আলাদা। কারণ তানজিল একাডেমী গতানুগতিক ধারায় বিশ্বাস করে না। এখানে শুধু তারাই অংশগ্রহণ করতে পারে যাদের ধৈর্যের সঙ্গে পরিশ্রমের রয়েছে প্রবল ইচ্ছা অনলাইন ক্যারিয়ার গড়ার। যার মধ্যে সেই ইচ্ছা বা ধৈর্য নেই সে শত চেষ্টা করলেও তানজিল একাডেমীতে অংশগ্রহণ করতে পারবে না।

দেশে একমাত্র তানজিল একাডেমী দিচ্ছে আইটি প্রশিক্ষণে আন্তর্জাতিক মানের ছোঁয়া। তানজিল একাডেমী শিক্ষার্থীদের শেখানোর পদ্ধতিই অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। রয়েছে একাধিক রিসোর্স পারসন যারা দীর্ঘদিন কাজ করছেন অনলাইনে এবং বাংলাদেশে তারা অন্যতম ফ্রিল্যান্সার, ডেভেলপার, ব্লগার এর মধ্যে অন্যতম। এবং অন্যদের মত তানজিল একাডেমীর নেই কোন ভাড়া করা প্রশিক্ষক। এখানে আয়ের প্রলোভন দেখিয়ে কাউকে প্রশিক্ষণের সুযোগ দেয়া হয় না, বরং তাদের সুযোগ দেয়া হয় কাজ শেখানোর বা ক্যারিয়ার গড়ার প্রতিশ্রুতি দিয়ে।

তানজিল একাডেমী একটি অনলাইন লার্নিং কোম্পানি, এখোনে সব ধরণের কোর্স গুলো একদম ফ্রি!! তে পেতে পারেন |

সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন তানজিল একাডেমী পক্ষ থেকে অ্যাডভানস SEOকোর্সএকদম ফ্রি!!!

আমাদের মাঝে অনেকেই আছেন যারা একেবারেই নতুন অবস্থায় বুঝতে পারেন না কিভাবে কি করবেন, কোথা থেকে শুরু করবেন। আবার অনেকেরই ভ্রান্ত ধারণা যে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ এখন ফ্রীল্যান্সিং হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা খুবই কঠিন। আসলে এই কথাটা একদমই সত্য নয়। সঠিক গাইডলাইন ও ধারাবাহিক ভাবে এবং ধৈর্য্য সহকারে কোর্স Complete করলে এসইও হতে পারে সবচেয়ে সহজ একটি চ্যালেঞ্জিং ক্যারিয়ার। এসইও (SEO) ভালো ভাবে শিখতে পারলে আপনি আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং করতে পারবেন ও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ব্লগিং করতে পারবেন, এমন কি নিজের পণ্য বা সেবাকে মার্কেটিং করে উদ্যোগতা হতে পারবেন। এর জন্য শুধু প্রয়োজন সঠিক ভাবে সহজ এবং সঠিক গাইডলাইন ফলো করে শেখা। আর এর জন্য তানজিল একাডেমী পক্ষ থেকে একদম ফ্রি!! তে এডভ্যান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্সটি Complete করুন।

অ্যাডভান্স এসইও(Search Engine Optimization) কোর্সটিতে যা থাকবেঃ

*What is SEO? এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।

*Keyword Research- কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।

*On Page Optimization – অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।

*Meta Tag – মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।

*Content Writing – কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।

*Search Engine – সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং।

*Web link Structure – ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।

*Off Page Optimization – অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।

*Google Analytics / Webmaster সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।

*RSS Submission/ Press Release/ Directory Submission আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।

*Back Link – কীভাবে ব্যাক লিংক তৈরী করতে হয়।

*Google Webmaster Tool কী? এর সঠিক ব্যবহার।

*Link While – লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।

*Wordpress – ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।

*SEO Taitle Tag – এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।

*Search Engine Registration – সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।

*Image / Video – ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।

*SEO – এসইও রিলেটেড আরো অনেক বিষয় ইত্যাদি।

আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং পেশায় নিজের ক্যারিয়ার কে প্রফেশনাল করতে, শিখুনপ্রফেশনাল ওয়েব ডিজাইন ফ্রি!!

আউটসোর্সিং পেশায় বর্তমানে ওয়েব ডিজাইন একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। বিশেষ করে নিশ্চিত নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য বাংলাদেশের অনেক তরুণ, তরুণীরা তাদের পছন্দের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে ওয়েব ডিজাইনিংকে। তারা দেশে এবং দেশের বাহিরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে যথেষ্ট (ডলার) অর্থ উপার্জন করছে। তবে সেই স্তরে পৌঁছোতে প্রয়োজন সঠিক সহজ গাইডলাইন এবং দক্ষহাতের কোর্স। এই লক্ষ্যেই তানজিল একাডেমী পক্ষ থেকে একদম ফ্রি!! তে শিখুন প্রফেশনাল ওয়েব ডিজাইন

কোর্সে ওয়েব ডিজাইনিং এর যাবতীয় যে সব বিষয় গুলো রয়েছে। কোর্সের মধ্যে উলেক্ষযোগ্য বিষয়ঃ

Photoshop – ফটোশপ ও পূর্নাঙ্গ পিএসডি তৈরি।

Drawing, Skecim, Color – ড্রয়িং, স্কেচিং, কালার কম্বিনেশন এর বিস্তারিত।

Typography Fundamental – টাইপোগ্রাফি ফান্ডামেন্টাল।

Web Design Fundamental- ওয়েব ডিজাইন ফান্ডামেন্টাল।

Design – ডিজাইন এর মূলতত্ত্ব নিয়ে আলোচনা।

HTML and CSS – এইচটিএমএল এবং সিএসএস এর অপরিহার্য অংশ।

HTML 5, CSS 3 এর পূর্ণ ব্যবহার।

PSD-To-HTML – পিএসডি টু এইচটিএমএল কনভার্সন।

Responsive Web Design – রেস্পন্সিভ ওয়েব ডিজাইনিং প্রশিক্ষণ।

JavaScript, Ajax – বেসিক জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, জেকোয়ারি।

Theme and Design – থিম ও ডিজাইনিং সেল করার বিস্তারিত আলোচনা।

Thimaphareste HTML and PSD থিমফরেস্টে এইচটিএমএল ও পিএসডি এপ্রুভ এর উপায় সমূহ।

Freelancing Marketplace – ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস এর জন্য পূর্নাঙ্গ গাইডলাইন।

ক্যারিয়ার গড়তে শিখতে পারেন তানজিল একাডেমী পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট সম্পূর্ণ Full কোর্স ফ্রি!!!

বিশ্বের সেরা সিএমএস(CMS) প্ল্যাটফর্মগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস হল অন্যতম। বর্তমানে ওয়ার্ডপ্রেস, ওয়েব এর প্রায় ৫ ভাগের ১ ভাগ দখল করে নিয়েছে। এছাড়াও ওয়ার্ডপ্রেসের একটি বড় অংশ জুড়ে আছে“ওয়ার্ডপ্রেস থিম”। আর আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক পারদর্শী হয় তাহলে এটাকে নিজের মত করে তৈরি করে নিতে পারে খুব সহজেই। এ জন্য দিনে দিনে বেড়েই চলেছে“ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট” এর রাজত্ব।

আর এই জন্যে প্রতিদিন হাজার হাজার কাজ জমা পড়তেছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম নিয়ে। শুধু তাই নয়, থিমফরেস্ট এর মত থিম মার্কেটপ্লেসের জন্য থিম বানিয়ে কল্পনাতীত অনেক আয়ও করে নিতে পারেন, যদি আপনি হতে চান একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। তাই বলা যায় যে, ফ্রীল্যান্সিং পেশায় কাজের কোন অভাব নেই একজন থিম ডেভেলপারের। আর আপনাকে একজন প্রফেশনাল থিম ডেভেলপার বানাতে “তানজিল একাডেমী” পক্ষ থেকে ফ্রি!! কোর্স Complete করুন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর উপর।

প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টপ্রশিক্ষণের মধ্যে উলেক্ষযোগ্য যে যে বিষয় রয়েছেঃ

*Theme Structure and Layout- থিম স্ট্রাকচার ও লে-আউট

*Theme Coding Standards – থিম কোডিং স্ট্যান্ডার্ডস

PHP, MySQL Statement – পিএইচপি স্ট্যান্ডার্ডস, মাইএসকিউএল স্টেটমেন্ট

*Advanced Theme Customization – এডভ্যান্স থিম কাস্টমাইজেশন এবং থিম এক্সটেন্ড

* WordPress Theme Functions – ওয়ার্ডপ্রেস এর থিম ফাংশন ক্রিয়েট,

*Theme Panel and Customization থিম অপশন প্যানেল তৈরি ও কাস্টমাইজেশন

*Theme Development in JavaScript / CSS থিম ডেভেলপমেন্ট এ জাভাস্ক্রিপ্ট/সিএসএস এর কাজ

* Sidebar, Wizard, Slider – সাইডবার, উইজার্ড, স্লাইডার ইত্যাদি।

* WordPress – ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইট তৈরি।

*HTML to WordPress কনভারসেশন।

* The Thimapharesta থিমফরেস্ট এর জন্য থিম তৈরি এবং সাবমিশন কলাকৌশল ইত্যাদি।

আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং পেশায় ক্যারিয়ার গড়তে শিখতে পারেন তানজিল একাডেমী পক্ষ থেকে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট

আজকের Online যুগে আমরা অনলাইনে যেসকল ওয়েবসাইট দেখি তার সবই কিন্তু হয়েছে এই ওয়েবডেভেলপমেন্ট এর ফলে। বর্তমানে আউটসোর্সিং একটি অন্যতম জনপ্রিয় নাম হয়েছে বাংলাদেশে। এই ওয়েব ডেভেলপমেন্ট এর মাধ্যমে আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং করে আপনি অনলাইনে আয় করতে পারে প্রতিমাসে ৫০০-৫০০০ ডলার কিংবা তার ও বেশি। প্রতিমাসে সকল মার্কেটপ্লেস গুলোতে প্রায় ১৫,০০০ এর ও বেশি জব টিউন হয় শুধু মাত্র ওয়েব ডেভেলপমেন্ট এর। আর গড়ে প্রতিটি প্রোজেক্ট এর মূল্য থাকে প্রয় ঘন্টায় ২০-৫০ ডলার পর্যন্ত, এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে।

তাই বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট একটি Impeccable ক্যারিয়ার। বর্তমান সময়ে আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং এর, সব ক্ষেত্রেই সমান ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব ডেভেলমেন্ট। আর সেই ওয়েব ডেভেলপমেন্টকে ভালো করে শেখানোর জন্য তানজিল একাডেমী পক্ষ থেকে ফ্রি!! কোর্স Complete করুন প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এর উপর।

প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এর মধ্যে যে উলেক্ষযোগ্য বিষয় রয়েছেঃ

  • Web Development – ওয়েব ডেভেলপমেন্ট কনসেপ্ট
  • Advanced – এডভ্যান্স HTML, CSS
  • PHP বেসিক
  • MySQL বেসিক
  • WordPress ডেভেলপমেন্ট
  • CodeIgniter Fremwork
  • jQuery এর ব্যবহার
  • একটি সম্পূর্ণ CMS তৈরির প্রোজেক্ট ইত্যাদি।

এছাড়াও আপনি আউটসোর্সিং কিংবা ফ্রীল্যান্সিং পেশায় প্রফেশনাল হতে পারেন আরো যে সব কোর্স Complete করে ফ্রি!!!

*গ্রাফিক্স ডিজাইন – Graphics Design, *ভিডিও মার্কেটিং – Video Marketing. *ইউটিউব মার্কেটিং – YouTube marketing.

*ইউটিউব MCN মার্কেটিং – YouTube MCN marketing. *ইমেইল মার্কেটিং – Email Marketing. *সামাজিক মিডিয়া মার্কেটিং – Social Media Marketing. *এইচটিএমএল – HTML, *সিএসএস – CSS, *ফটোশপ – Photoshop, *মাইক্রোসফট অফিস – Microsoft Office, Excel / ‍SPSS ইত্যাদি আরো ধারা বাহিক Full কোর্স। এর সবকিছুই আপনি পেতে পারেন একদম ফ্রি !!!

সুতরাং তানজিল একাডেমীর সকল IT Related কোর্সগুলো করুন একদম ফ্রি !!! এছাড়াও নিয়মিত আমাদের ফলো করুন এবং আপডেট থাকুনঃ

আমাদের ফেসবুক পেজঃ  https://web.facebook.com/tanzilacademy/

আমাদের ফেসবুক গ্রুপ পেজঃ  https://web.facebook.com/groups/youtubemcnschool/

আমাদের টুইটার পেজঃ  https://twitter.com/TanzilAcademy

আমাদের ইন্সটাগ্রাম পেজঃ  https://www.instagram.com/tanzilacademy/

আমাদের পিন্টারেস্ট পেজঃ  https://www.pinterest.com/tanzilacademy/

সবাইকে তানজিল একাডেমীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন এবং সঠিক গাইডলাইনে জীবনটাকে সাজাবেন