আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন। পোস্টটা শুরু করার পূর্বে আমি পোস্ট সম্পর্কে কিছু বলে নিতে চাই। টাকা কোন সময় পরিশ্রম আর ধৈর্য ছাড়া আয় করা যাই না।আমি যেই পদ্ধতি সম্পর্কে বলব তাতে পরিশ্রম বেশী নাই কিন্তু ধৈর্যের প্রয়োজন। আর যাদের এই পুরো পোস্ট পড়ার ধৈর্য নাই তাদের এই  কাজটি করার ও যোগ্যতা নেই। আপনাদের সুবিধার জন্য ই আমি আতিরিক্ত স্ক্রিনশট ব্যবহার করেছি। এখন সরাসরি পোস্ট এ আসা যাক।

TrafficMonSoon কি?

আজকে আমি আপনাদের যে সাইট টির সাথে পরিচয় করিয়ে দিব তার নাম হল  TrafficMonSoon এটি  একটি  PTC  সাইট PTC এর মানে হল Paid To Click অর্থাৎ ক্লিক এর মাধ্যমে টাকা আয় করা। তাছাড়া ও এখানে ADpack এর মাধ্যমে অনেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা করছে। ইন্টারনেট ঘাটাঘাটি করলে ই তা জানতে পারবেন এবং প্রমান পাবেন।

এটি কি নির্ভরযোগ্য?

এই সাইটটি ১০০%  নির্ভরযোগ্য কারণ তাদের ব্যাবসার পরিসর অনেক বড়।অনেক বড় বড় freelancer রা এতে Invest করছে হাজার হাজার ডলার।তাই আপনি ও এতে নিশ্চিন্তে কাজ ও বিনিয়োগ করতে পারেন।

এখন আসা যাক কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কি কি লাগবে?

অ্যাকাউন্ট খুলার জন্য ৩টি জিনিস লাগবে

১/Payza Account। (না থাকলে খুলে নেন কারন এটি ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না)

/ন্যাশনাল আইডি কার্ড।(আপনার না থাকলে আপনার পরিচিত কারও আইডি কার্ড ব্যাবহার করবেন)

/ইমেইল আইডি।

 

অ্যাকাউন্ট খুলার পদ্ধতিঃ

১/প্রথমে এই লিংক এ যান Trafficmonsoon

(এইখানে আমার রেফারাল লিংক দিছি।এতে আপনি ও লাভবান হবেন আমি ও লাভবান হব)

২/উপরের কোনায় Register লেখাটিতে ক্লিক করুন।

Screenshot_18

 

৩/এখন সব কিছু আপনার অথবা যার ন্যাশনাল আইডি কার্ড ব্যাবহার করছেন তার সাথে মিল রেখে পূরণ করুন।

frist Name নাম এর প্রথম অংশ এবং last Name নামের শেষের অংশ লিখুন তারপর আইডির সাথে মিল রেখে জন্ম তারিখ দিবেন।Email Address এ আপনার ইমেইল  এবং Retype Email আপনার ইমেইল টি পুনরায় দিবেন।

তারপর  Address  আপনার আইডি সাথে যথা সম্ভব মিল রেখে ঠিকানা দিবেন।City তে আপনার শহর এর নাম যেমন ঢাকা দিবেন।State এ আপনার জেলার নাম দেবেন।Postal Code এ আপনার ডাকঘর এর নাম্বার এবং phone আপনার ফোন নাম্বার দেন।তারপর Enter Username আপনার ইচ্ছা মত নাম দিন।

এখন আসা যাক Password এর ব্যাপার এ এখানে এসে অনেকেই আটকে যান কারন এখানে পাসওয়ার্ড এর ধরন অন্য রকম করে দিতে হয়।উদাহরণ হিসাবে এইরকম পাসওয়ার্ড দিবেন ঃ11104567abc অর্থাৎ প্রথমে কিছু সংখ্যা তারপর কিছু অক্ষর অবশ্যই তা ৮ থেকে ১২ টির ভিতরে হতে হবে। Define withdrawal Password টি টাকা তুলার সময় ব্যাবহার করা হয়।এটির ধরন ও password এর মত ই হতে হবে।

তারপর Payza Email দিবেন।তারপর আর একটি গুরুত্বপূর্ণ ধাপ এতি খুব ভেবে দিদেন কারন যখন আপনার আইপি বদলে যাবে তখন আপনাকে এর উত্তর দিতে হবে। তারপর i understand এর পাশে টিক দিয়ে ক্যাপচা দিয়ে Proceed এ ক্লিক করুন।

Screenshot_1

Screenshot_2

Screenshot_3

 

Screenshot_4

এখন আপনার ইমেইল এ একটি লিংক যাবে তাতে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন।ব্যস এখন username  password দিয়ে লগিন করুন।

কীভাবে Account Verify করবেন?

একজন একাধিক আইডি ব্যাবহার করার কারণে সাইট টি ন্যাশনাল আইডি দিয়ে Verify করার সিস্টেম করেছে।এক্ষেত্রে আপনার আইডিটি Scan করতে হবে । Scan করার জন্য Android mobile এর Camscanner.apk সফটওয়্যার টি ইউস করতে পারেন।এখন Scan করা ফাইল টি সামনের অংশটির নিচে First Part এবং পিছনের অংশএর নিচে Second Part লিখুন।না বুঝলে নিচের Screenshot Follow করুন।

Screenshot_5

তারপর আপনাকে এই ফাইল টী আপলোড করতে হবে। ফাইলটি আপলোড করতে নিচের Screenshot গুলো  ফলো করুন।

Screenshot_6

Screenshot_7

খেয়াল রাখবেন আইডি কার্ড এর সাথে যেন নাম মিল থাকে।

কীভাবে কাজ করবেন?

এখন কাজ শুরু করতে পারেন।এখানে কাজ করা খুব সহজ।প্রথমে উপরের My Account লেখার পাশের start surfing লেখাটি তে ক্লিক করুন। তারপর ২০ সেকেন্ড অপেক্ষা করুন। ২০ সেকেন্ড  শেষ হলে ৫ টি  ছবি আসবে এর মধ্যে যে ছবি তি ২ বার আছে তাতে ক্লিক করুন।।তারপর Next Site ক্লিক করুন।এইভাবে ১০টি পেজ দেখুন এবং Back To Account ক্লিক করে চলে আসুন।নিচের ছবির মত

Screenshot_8

Screenshot_9

 

একই রকম দেখতে দুটি সিম্বল এর যেকোন একটিতে ক্লিক করবেন।

Screenshot_10

এরপর next site এ ক্লিক করবেন।

Screenshot_11

তারপর

Screenshot_12

কিছুক্ষণ অপেক্ষা করার পর আপ্নের অ্যাকাউন্ট এ ক্যাশ  লিঙ্ক গুলো চলে আসবে আর ঐ গুলো তে ক্লিক করে আপনি ইনকাম করতে পারবেন।প্রথমে আপনার ব্রাউজার তি রিফ্রেশ করুন ।তারপর একটু নীচে গেলে click here to go to cash link  লেখাটিতে ক্লিক করুন তারপর $0.01 এমন কিছু লেখা দেখবেন ঐগুলোর নিচে Claim অপশন তি তে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করে ক্যাপাচা এন্ট্রি করুন। না বুঝলে নিচের ছবি গুলো ফলো করুন।

Screenshot_13

Screenshot_14

Screenshot_15

Screenshot_16

 

আজ এই পর্যন্তই রইল।

যেকোন সমস্যা বা সাহায্য লাগলে  হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।MY FB ID

 

সবসময় ভাল থাকুন, কাজে ব্যাস্ত থাকুন , দেশকে ভালবাসুন।  আল্লাহ্‌ হাফেজ।