সর্বপ্রথম পিসি হেল্পসেন্টার বিডি কে ধন্যবাদ জানাই ।  টিউনের পরিধি বেশি বড় করতে চাই না। এর আগেও আমি এইরকম একটা কাজের জন্য পোস্ট দিয়েছিলাম । অনেকে ম্যাসেজ দিয়েছে কিন্তু কাজ করার জন্য নয়, বিরক্ত করার জন্য অনেকে এক্সপার্ট ছিল। আমার টীমে ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনার ওযেব রিসার্চ এর সাধারন জ্ঞান থাকতে হবে। অনেকে বলে ভাই কি কেমন কাজ ? মাসে কত টাকা না আশা করে , আশা করে উনাকে কত ডলার দিব  ?   অনলা্ইন এ কাজ করতে চাই এই কথা , সেই কথা । কিন্তু কাজের আউটপুট জিরো।

data-entry-works5

যে কথা গুলো না বললেই নয়,

  1. কোন টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেন করতে হবে না, বা আসতে হবে না বা জামানতের প্রয়োজন নেই ।

  2. কাজ করবেন ,প্রতি মাসে 15 তারিখের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন, এর আগে সম্ভব না।

  3. যার প্রয়োজন  আছে  বা যার দরকার আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করুন ।

  4.  অযথা  প্রশ্ন করে সময় নষ্ট করবেন না।

  5. কাজ করতে হবে প্রতিদিন টার্গেট অনুযায়ী , সেটা আপনার সুবিধামত সময়নুযায়ী । কাজ সাধারনত যে টার্গেট থাকে তা 5 ঘন্টা করলে হয়ে যায়।

  6. কখন ফিক্সড টাকার কাজ দিব, আবার কথনও ডাটা রেট অনুযায়ী টাকা পাবেন।

  7. যদি মনে করেন ডাটা এন্ট্রি কাজ করে মোটরসাইকেল কিনবেন, এবং ঘন্টায় 500 টাকা পাবেন তাহলে যোগাযোগ করবেন না। আকাশ-কুসুম চিন্তার করার কাজ করার স্থান এইটা না।

  8. প্রতিদিন কাজের মেইল দেয়া লাগবে।

  9. সর্বোপরি যদি বিশ্বাস হয় এবং কাজের প্রতি নিষ্ঠা থাকে শুধুমা্ত্র তারাই যোগাযোগ করবেন।

বিশেষ শর্ত :

1 . বাসায় কম্পিউটার থাকতে হবে।

2. ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকতে হবে (হাই স্পীড) ।

3. প্রতিদিন কাজের আপডেট দিতে হবে।

—————————————————————

বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র ঢাকায়  যারা থাকেন তারা  যোগাযোগ করবেন 

স্কাইপি আইডি: kaziriad1