আসসালামুয়ালাইকুম,
সবার প্রতি সালাম শুভেচ্ছা রইল।
কেমন আছেন সবাই। আশাকরি সবাই অনেক ভাল আছেন।
অনলাইনে আয় করার অনেক সুন্দর কত গুলো মাধ্যম রয়েছে। পিটিসি একটুও ভালো পদ্ধতি নয়। ডাটা এন্ট্রি, ক্যাপচা, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি করে ও আয় করা যায়। তবে তার জন্য অনেক কাজ করতে হয় বিপরীতে আয় অনেক কম। যদিও ডাটা এন্ট্রির কাজের অভাব নেই। যে কেউই শুরু করতে পারে ডাটা এন্ট্রির কাজ, হয়তো তাই। অনেকেই আবার adf-ly এর মাধ্যমে টাকা রুজি করার চেষ্টা করেন, তার ফলে বিভিন্ন ব্লগ বা সোসিয়াল সাইটে adf-ly এর লিঙ্ক শেয়ার করে বেড়ান। একটু হিসেব করে দেখছেন এভাবে একটি ডলার আয় করতে আপনার কত সময় নষ্ট হচ্ছে? আপনি সারা মাস কষ্ট করে ৫ -১০ ডলার ।কিন্তু আমার নিয়ম টা ফলো করলে আপনি মাসে মিনিমাম ১০০ ডলার এর বেশী ইনকাম করতে পারবেন ।
তাহলে শুরু করা যাক :
যে সাইটের কথা বলছি সেটি একটি short URL service সাইট (বড় লিঙ্ককে ছোট লিঙ্ক আকারে প্রকাশ করে সাইটটি নিজের বিজ্ঞাপন দ্বারা)। প্রথমে এখানে গিয়ে join now এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। তারপর আপনি ভাল করে দেখে নিতে পারেন সাইটটি।
পরে আপনি যে লিঙ্কটি আপনার ব্লগে (বা অন্য কোন সাইটে) প্রকাশ করতে চান সেটি নিচের ছবির মত বক্সে প্রবেশ করান। এবং shrink বাটনে ক্লিক করুন।
নিচের লক্ষ্য করুন আপনার লিঙ্কটি ছোট হয়ে এই রকম (http://adf.ly/ইত্যাদি) এসেছে। এই লিঙ্কটিই আপনার প্রথম লিঙ্কের বিজ্ঞাপন।
এবার আপনি লিঙ্কটি কপি করে আপনার ব্লগে বা সোসাল নেটওয়ার্কিং সাইটে ইচ্ছামত ব্যবহার করতে পারেন। anchor text এর মাধ্যমে বা সরাসরি ব্যবহার করতে পারেন। এটি শুধু ভিসিটর কে ক্লিক করার পর ৫ সেকেন্ড অপেক্ষা করাবে। এরপর গন্তব্যে স্থানে ভিসিটরকে নিয়ে যাবেন। ভাল কিছু পাওয়ার জন্য দু-একটা অতিরিক্ত ক্লিক কোন সমস্যাই না।
এবার আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইটটিতে লগইন করে হোম পেজে দেখতে পাবেন আপনার লিঙ্কে দৈনিক কত জন ক্লিক করেছে। এবং এর বিস্তারিত বর্ণনা। (নিচের স্ক্রিনশট)
তাছাড়া আপনি দেখতে পাবেন কোন কোন দেশ থেকে আপনার লিঙ্ক ভিসিট করেছে। (নিচের স্ক্রিনশট)
এভাবে আপনি আপনার প্রয়োজনীয় সব লিঙ্ক প্রকাশ করতে পারবেন বিভিন্ন সোসাল নেটওয়ার্কিং সাইটে, ফোরামে ইত্যাদি জায়গায়। যা ধারাবাহিকভাবে হোম পেজে দেখা যাবে। (নিচের স্ক্রিনশট)
আপনি এলার্ট-পে অথবা পেপাল এর মাধ্যমে টাকা আনতে পারবেন। আর হ্যাঁ, আপনার ৫ ডলার হয়ে গেলে টাকা সরাসরি আপনার অনলাইন ব্যাংক এ্যাকাউন্টে জমা হবে। তাছাড়া রেফার করেও টাকা আয় করতে পারবেন।
আপনার যা করতে হবে :
এমন টাইটেল দিতে হবে যা সবারই নজর কাড়ে। দৈনিক ১ হাজার করে ক্লিক করলেই মাসে আপনি পাচ্ছেন ১৫ ডলার। এর জন্য নতুন নতুন ব্লগ পোষ্ট করতে হবে।
টিউনে এমন কিছু লিঙ্ক দিতে হবে (সেটি সফটওয়্যার বা ভাল মানের কোন সাইট) যা ভিসিটররা ক্লিক না করলেই নই (অর্থাৎ অর্ধেক মজা ঐ লিঙ্কে থাকতে হবে)। কেননা, ভাল জিনিস পাওয়ার জন্য দু-একটি অতিরিক্ত ক্লিক করাটা আমি খারাপ কিছু মনে করি না। একটা সফটওয়্যার পাওয়ার জন্যতো আমরা কত কিছুই না করি। তাই নয় কি?
পরিশেষে :
এবার আপনাদের কে দেখাবো মাসে ১০০ ডলার ইনকাম করার অসাধারন কৌশল ।
১. প্রথমে এই লিঙ্ক থেকে Adfly এ একটি Account খুলুন ।
২. তারপর এই লিঙ্ক থেকে Hotspot Shield v3.40 Elite Download করুন ।
3. Hotspot Shield Install করুন ।
৪. Mozilla Firefox চালু থাকলে Restart দিন ।
৫. এখন এই লিঙ্ক থেকে Mozilla Firefox এর Addon টি Download করুন ।
৬. Mozilla Firefox Restart দিন ।
৭. এখন Hotspot Shield Connect করুন ।
৮. Connect করার পর Adfly থেকে একটি লিঙ্ক শর্ট করুন এবং ৪-৫ টি Tab এ লিঙ্ক টি ওপেন করুন ।
৯. ওপেন করার পর প্রত্যেকটি Tab এ Right Click করে Auto Refresh->10 Sec Select করুন ।
১০. আপনার কাজ শেষ, এখন Mozilla On রেখে আপনি অন্য কাজ করতে থাকুন আর Mozilla তে আপনার টাকা আয় হতে থাকুক ।
আমি শুরু করেছি ২০০৫ সাল থেকে। এই বিষয়ে আগে অনেকেই টিউন করেছিল। তবে আমার পদ্ধতিতে কেউই দেখায় নি। নতুনদের জন্য এটা ভাল হবে । কোন কষ্ট করতে হল না বলতে গেলে বিনা পরিশ্রমে টাকায় টাকা হল। যদিও অল্প। এই সাইট সম্পর্কে আরো কিছু জানতে পারলে অবশ্যই জানাব।
তাই অনুরোধ রইল আমার লিংকে একাউন্ট টা খোলার জন্য ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।
সময় থাকলে আমার ব্লগ টা ঘুরে আসার দাওয়াত রইল