কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা হয়ত এরকম পোস্ট আগেও পড়েছেন এবং আয় করছেন। তারপরেও যারা নতুন তাদের জন্য আমার এই পোস্ট। ইন্টারনেটে সবাই ইনকাম করছে। কেউ দৈনিক ১০০০ ডলার কেউ ১ ডলার। যেহেতু আপনি নতুন তাই দৈনিক ১ ডলারের কথাই চিন্তার করুন প্রথমে। আমি যে ইনকামের উপায় দেখাবো সেখান থেকে আপনি সহজেই প্রতিদিন ১ ডলার ইনকাম করতে পারবেন। এভাবে মাসে আপনি ৩০ ডলার ইনকাম করতে পারেন। ৩০*৮০=২৪০০ টাকা। আপনার ইন্টারনেট বিল পরিশোধ করেও বেশি। যাহোক, চলুন কাজের কথায়। প্রথমে এখানে ক্লিক করুন। এবার নিচের ছবির মত একটা ফর্ম পাবেন। আপনার ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে সহজ একটি সাইন আপ করুন। সাইনআপ হযে গেলে আপনার ইমেইল চেক করুন। ইনবক্সে মেইল না পেলে স্প্যাম এ চেক করুন এবং সাইনআপ কনফার্ম করুন এবং লগিন করুন। likesplanet এবার নিচের মত Earn Points/Money মেনুতে ক্লিক করুন। এখানে বিভিন্ন সোস্যাল মিডিয়া পাবেন। এই সোস্যাল মিডিয়া গুলোতে আপনার একাউন্ট থাকলেও আপনি নতুন করে আরেকটি করে একাউন্ট তৈরি করুন। lp এবার কাজ করার পালা। একটির উদাহরণ দিলে বাকি সব গুলোই বুঝতে পারবেন। Earn Points/Money মেনুতে মাউস কারসর রাখলে ফেসবুকসহ আরো অনেক সোস্যাল মিডিয়া পাবেন। ফেসবুকে কয়েকটি অপশন পাবেন। লাইক, ফলো, শেয়ার ইত্যাদি। এখন আপনি আপনার নতুন তৈরি করা ফেসবুক একাউন্টটি লগিন করুন। ট্যাবটি ক্লোজ করবেন না। এবার লাইকপ্লানেটের ফেসবুকের লাইক মেনুতে ক্লিক করুন। এখানে বেশ কয়েকটি লাইক বাটন পাবেন। একটি একটি করে ক্লিক করুন। ক্লিক করলে নতুন ট্যাবে অপেন হচ্ছে। সেখানে গিয়ে ফেসবুক পেজটি লাইক করুন এবং ট্যাবটি ক্লোজ করুন। সামান্য কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন আপনার একাউন্টে পয়েন্ট যোগ হয়েছে। এভাবে বাকি কাজ গুলো করুন। ক্যাশ আউটে ক্লিক করে আপনার ডলার এমাউন্ট জেনে নিন। ১ ডলার হলেই তা পেপাল, পেজা, ওকেপে এর মাধ্যমে তুলতে পারবেন।