Indishare, BDupload &Megafirez আপলোড কোম্পানিসম্পর্কে বিস্তারিতধারনা

আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি।

কয়েক দিন আগে আমি বলেছিলাম PPD (Pay Per Download) নিয়ে ৪ টা পোস্ট করবো। তো চলুন কথা না বাড়িয়ে, শুরু করা যাক।

আজ আলোচনা করবো  * PPD ১ম পর্ব * Indishare, BDupload &Megafirez আপলোড কোম্পানিসম্পর্কে বিস্তারিতধারনা এবং সম্পূর্ণ রেজিট্রেসন পক্রিয়া।

আমি সাধারনত PPD (Pay Per Download) এর জন্য Indishare & Megafirez নিয়ে কাজ করি। আর ইদানিং শুরু করলাম আমাদের দেশীয় কোম্পানি BDupload নিয়ে।

সবার জন্য আমার সাজেসন থাকবে এই ৩ টা কোম্পানি নিয়ে কাজ করবেন।

আজ আমি আপনাদের আপলোড কোম্পানি সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়ার চেষ্টা করবো।

PPD (Pay Per Download) কোম্পানি কি ?

“PPD (Pay Per Download) প্রোগ্রাম বলতে আমরা সাধারনত বুঝি,

আপনার আপলোড করা ফাইল অথবা মিউজিক 3rd party কোন কোম্পানি /সার্ভার হতে প্রতিবার ডাউনলোড করার বিনিময়ে তারা আপনাকে অর্থ প্রদান করবে। “

তারা কিভাবে কতো এমবি/জিবি ফাইলের জন্য কতো ৳ প্রদান করবে, এই বিষয়টা পোস্টের শেষের দিকে পরিষ্কার ধারনা পাবেন।

কিভাবে PPD (Pay Per Download) কম্পানিতে সাইন আপ করবেন ?

আমি এখানে স্ক্রিনশট দিয়ে পরিষ্কার ধারনা দেওয়ার চেষ্টা করবো।

এখানে মূলত Indishare এর সাইন আপ করার নিয়মটা দেখাবো।

৩ টা কম্পানিতেই সাইন আপ করার নিয়ম মোটামুটি একই রকম।

তারপর BDUpload & Megafirez আশা করি আপনারা নিজেরাই সাইন আপ করে নিতে পারবেন। ৩ টা কম্পানি নিয়ে একসাথে কাজ করলে কি কি বেশি সুবিদা ভোগ করতে পারবেন, তা সামনের আলচনায় আপনি নিজেই বুঝতে পারবেন।

Indishareআপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি সাইন আপ করতে পারবেন।

1. Indishare Sign up link

2. BDupload Sign up link

3. Megafirez Sign up link

প্রথমে লিঙ্কে ক্লিক করুন। তারপর এই পৃষ্ঠা আসবে।

* প্রথমে ইউজার নেম দিন।

* তারপর ই-মেইল অ্যাড্রেস দিন।

* ২ বার পাসওয়ার্ড দিন।

* পেমেন্ট হিসাবে পেপাল সিলেক্ট করুন (BDupload এ বিকাশ)

* কোড দিন কেপচা এর মতো (সেখানে যা লেখা থাকবে)

* সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন্।

অথবা, আপনি চাইলে ফেসবুক ও গুগল + একাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন

আপনার একাউন্টে কতো জিবি আপলোড করতে পারবেন ?

এটাই হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক এক কোম্পানির নিয়ম এক এক রকম।

ফ্রী এবং প্রিমিয়াম ২ রকম ইউজার সিস্টেম আছে। সেই জন্যই আমি সাজেস্ট করবো ৩ টা কম্পানিতেই সাইন আপ করবেন। তাতে করে আপনি Indishare 200 GB, BDupload 200 GB এবং Megafirez এ Unlimited স্পেস পাবেন। আরও কিছু সুবিদা আছে। সামনেই বুঝতে পারবেন।

নিচে ৩ টা কোম্পানির আলাদা আলাদা স্পেস সহ সকল ফিচারগুলোর স্ক্রিনশট দিয়ে দেখানো হল। আশা করি পরিষ্কার ধারনা পাবেন।

Indishare3 BDupload Megafirezআপনার ফাইল ডাউনলোড হলে কতো আয় করতে পারবেন ?

Indishare-2অবশ্যই যদি হয়ে থাকে, আপনার মূল উদ্দেশ্য আয় করা।

তাহলে, এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে।

১০২৪ এমবি ১ টা ফাইল প্রতি ১ হাজার বার ডাউনলোড হলে, আপনি Maximum $20 আয় করতে পারবেন।

একটু মনোযোগ দিয়ে  চিত্রটা দেখুন। আশা করি পরিষ্কার ধারনা পাবেন।

কারো বুঝতে যেকোনো সমস্যা হলে অবশ্যই মন্তব্য করুন।

পোষ্ট সংগ্রহিত এখান থেকে