বিডভার্টাইজার হল একটি এড সার্ভিস কোম্পানী ।যা প্রায় ২০০১ সাল থেকে তারা তাদের এই সার্ভিস টি চালিয়ে আসতেছে।

আমি আজকে একটু বিশদভাবে এটি কীভাবে ব্যবহার করবেন এবং ওদের এড ব্যবহার করতে আপনার ব্লগ বা সাইটে তার একটা বিশদ বিবরন তাহলে শুরু করা যাকঃ-

  1. প্রথমে আপনি এই লিংকে যান
  2. দেখবেন হোমপেজের মাঝামাঝি জায়গায় লিখা আছে “Join Now – It’s FREE!” এটাতে ক্লিক করেন।
  1. আপনি ওইটা ক্লিক করেন তারপর একটা ফর্ম দেখতে পারবেন। আপনি ফর্ম টি সঠিকভাবে পূরন করবেন অবশ্যই আপনার ব্যংকের একাউন্টের সাথে মানানসই রেখে।
  1. তারপর নিচে দেখবেন লিখা আছে GET activation Code. আপনি সেখানে ক্লিক করেন একটা কোড পাঠাবে আপনার ইমেইলে
  2. আপনার ইমেইলে প্রবেশ করুন কোড টি কপি করে বসিয়ে Continue বাটনে ক্লিক করেন
  3. সিম্পল আপনার কাজ শেষ !

 

এইভাবে আপনার সাইন আপ কমপ্লিট করবেন।তারপর আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।তারপর আপনি দেখতে পারবেন আপনার ডিটেইলস আপনার কত ডলার আর্ন হইছে কতটা ক্লিক পড়ছে এইসব ডিটেইলস

কীভাবে আপনার ওয়েবসাইট কে সাবমিট করবেন? চিন্তার কিছু না এটা জাস্ট এক মিনিটের একটা প্রসেস

  1. প্রথমে BidVertiser Account প্রবেশ করেন
  2. Manage BidVertisers (here ‘BidVertisers’ refers to Ads) এই বাটনে ক্লিক করেন।
  3. Add New BidVeriser ক্লিক করেন।
  4. “Add new BidVertiser under a new domain”এটা সিলেক্ট করেন
  5. তারপর আপনার একটি টাইটেল বসান (যেকোন) আপনার ইচ্ছেমত
  6. তারপর আপনার website URL বসান
  7. Using 3rd party ad server. এটা অপশনাল এটা কিছু করার দরকার নেই
  8. তারপর আপনি একটা লেংগুয়েজ সিলেক্ট করে দিন যেটা আপনার সাইটে দেখাবে
  9. তারপর একটা ক্যাটাগরি দেন কোন ক্যাটাগরি থেকে এটা এড শো করবে আপনার ওয়েব সাইটে
  10. তারপর ফিনিশ বাটনে ক্লিক করেন

কীভাবে আপনার সাইটে এড বসাবেন

  1. BidVertiser Center যান
  2. আপনার blog/website টি সিলেক্ট করুন
  3. তারপর‘Choose Template’ এই অপশনটি ক্লিক করেন।
  4. তারপর ‘Get Ad Code’. ক্লিক করেন
  5. তারপর সেটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ঢুকে preferences>widget>text এখানে পেস্ট করেন
  6. এবং Save দিয়ে বের হয়ে আসুন

আপনি ইচ্ছে করলে আপনার একটি ওয়েবসাইটে একাধিক এড শো করাতে পারেন

  1. প্রথমে Manage BidVertiser – Add New BidVertiser এটাতে ক্লিক করেন.
  2. ‘Add new BidVertiser under an existing domain’ এটা সিলেক্ট করেন
  3. একটা টাইটেল যোগ করেন.
  4. ফিনিশ বাটনে ক্লিক করেন.
  5. তারপর আমি একটু আগে যেভাবে এড বসাতে দেখিয়েছি একইভাবে বসিয়ে দিন। আপনার কাজ এখন শুধু সাইটে প্রচুর পরিমানে ট্রাফিক আনার চেষ্টা করা ব্যাস …

তারা মূলত নিন্মলিখিত কয়েকটি ব্যানার সাপোর্ট করে

  1. Medium Rectangle ( 300 x 250 )
  2. Vertical Rectangle ( 240 x 400 )
  3. Large Rectangle ( 336 x 280 )
  4. Rectangle ( 180 x 150 )
  5. Full Banner ( 468 x 60 )
  6. Half Banner ( 234 x 60 )
  7. Vertical Banner ( 120 x 240 )
  8. Square Button ( 125 x 125 )
  9. Leaderboard ( 728 x 90 )
  10. Wide Skyscraper ( 160 x 600 )
  11. Skyscraper ( 120 x 600 )
  12. Half Page Ad ( 300 x 600 )
  13. Mobile Ads ( 300×50 )

এছাড়া ও Slider Ads/Pop Under Ads/XML Feeds/Toolbar Creator আরো অনেক অপশন পাবেন। আপনি এইগুলা আস্তে আস্তে বুঝে যাবেন।

ডেমো দেখতে এখানে ক্লিক করুন

পেমেন্ট মেথডঃ-

তারা বাংলাদেশ অনলাইনে মানি ট্রানাসফার সাপোর্ট করে প্রায় সব গুলা দিয়েই টাকা ট্রানাসফার করা যায় নিমোক্ত কিছু পেমেন্ট ওয়ে দেওয়া হল এবং নূন্যতম কত হলে আপনি এই মাধ্যম গুলো দিয়ে টাকা উইথড্র করতে পারবেন।

  1. Paypal – Minimum $10
  2. Western Union – Minimum $100
  3. Check – Minimum $100
  4. Wire Transfer – Minimum $10

তাদের কিছু সুবিধা তুলে ধরে হলঃ-

সাইন আপ খুবই সহজ যা আমি ইতিপূর্বে আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন।এবং সাইন আপের সাথে সাথেই আপনার সাইটে এড বসিয়ে আর্নিং শুরু করে দিতে পারেন

আপনি তাদের মাধ্যমে বিভিন্নভাবে আর্ন করতে পারেন Pay Per Click Ads, Conversions, Toolbar, XML Feeds, Pop Unders and Slider Ads এগুলো দিয়ে আপুনি আপনার আর্ন দিগুন করে নিতে পারেন।

এবং তারা বিভিন্ন রকমের টেমপ্লেট সাপোর্ট করে Banners, Skyscrapers, Inline Ads, Rectangles and Mobile Ads.এবং আপনি ইচ্ছে করলে এইগুলারে আপনি আপনার মত করে লেয়াউট কাস্টমাইজ করতে পারবেন

তারা ১০০% টাকা পে করে আমার আগের পোস্ট টি পড়লে বুঝতে পারবেন আমি ওখানে প্রুভ দিয়েছিলাম

একটা মজার বিষয় হল তারা সাব ডোমিন ও সাপোর্ট করে যা গুগল এডসেন্স করেনা

এবং আপনি আপনার আর্নিং কে আরো অনেকগুন বাড়ানোর জন্য আপনার আছে একটি চরম সুযোগ তা হল “রেফেরাল প্রোগ্রাম” যার মাধ্যমে আপনি অনেক সহজেই ভালো একটা আর্ন করতে পারেন।

তাদের আরেকটা সুবিধা হল তারা মিনিমাম ১০ ডলার হলেই টাকা পে করে যার ধরুন আপনি অতিসহজেই আপনার টাকা আপনার হাতে নিতে পারেন আর পেমেন্টের ক্ষেত্রেও তেমন ঝামেলা নাই কারন বাংলাদেশ পেমেন্ট ওয়ে তারা সাপোর্ট করে।

 

 

শেষ কথা আমি বলব আপনারা যারা এই ব্যাপারে আগ্রহি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যথাসম্ভব চেষ্ঠা করবো আপনাদের হেল্প করতে

আমার ফেসবুক/টুইটার/আমার ব্লগ