অনেকেই অনলাইন থেকে আয়ের কথা ভাবছেন । কিন্তু অনেকে আছেন যাদের ফ্রিল্যান্সিং করার মত কোন দক্ষতা নেই আবার অনেকে আছেন যাদের হাতে সময় কম । তাদের জন্যেই PTC উপযোগী । তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে ।

PTC অনেক সাইট আছে । তবে যারা দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে তাদের মধ্যে সবচেয়ে ভাল দুটি হচ্ছে ক্লিকসেন্স আর নিওবাক্স ।

১ । ক্লিকসেন্স : ক্লিকসেন্সে জয়েনের পর ভাবছিলাম এখান থেকে বেশি আয় করা যায় না , কিন্তু ফোমার পড়ে বুঝলাম আসলে এখান থেকেও ভাল পরিমাণ উপার্জন সম্ভব ।

এখানে ক্লিকের পাশাপাশি অনেক মিনিজব করা যায় এবং বেশ ভাল পরিমাণে আয় করা যায় । তবে কখনোই ধৈর্য্যহারা হওয়া যাবে না ।

ক্লিকসেন্সে প্রতিদিন ক্লিক করতে পাঁচ মিনিটের মত সময় লাগবে , আয় বেশ না তিন সেন্টের মত হবে । ব্যাপার না । আপনার রিফারেল লিংক দিয়ে জয়েন করান বন্ধুদের , প্রতি জয়েনেই পাঁচ থেকে দশ সেন্ট পেয়ে যাবেন । আয় যদি আরো বাড়াতে চান তাহলে প্রিমিয়াম মেম্বারশিপে আপগ্রেট করুন , অন্যান্য সাইটে স্ট্যান্ডার্ড থেকে আপগ্রেশন ফি অনেক , ৮০ , ৯০ ডলারের মত । এখানে মাত্র ১৭ ডলার । আর আপগ্রেশন না করেও ভাল ই আয় করতে পারবেন ।

Registration Link : Click Here

2) নিওবাক্স নিয়ে বেশি কিছু বলার নেই , এটা নিঃসন্দেহে সবচেয়ে ভাল পিটিসি সাইট , তবে ভাল পরিমাণ আয় করতে একটু ধৈর্য্য ধরতে হবে আর প্রোফাইলকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে ।

নিওবাক্সের সবচেয়ে বড় সুবিধা এটাতে রিফারেল রেন্ট করা যায় , এই রিফারেল রেন্স করে বেশ আয় করা যায় ।

Registration Link : Click Here

আমার মতে , নিওবাক্স আর ক্লিকসেন্ট দুটোতেই কাজ চালিয়ে যান , অধৈর্য্য হবে না । অনেকেই প্রচুর আয় করতেছে এই দুটো সাইট থেকে , চেষ্টা করলে আপনিও পারবেন । টাকা তুলতে পারবেন Paypal, Payza এর মাধ্যমে । বাংলাদেশ থেকে Payza Verify করা যায় ।

[ স্মার্টফোন ব্যাবহারকারীরা ফ্লাশ প্লেয়ার ইনসটল দিয়ে নেবেন এবং অপেরা ব্যাতীত অন্য ব্রাউজার ব্যাবহার করবেন ।