আসসালামো আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজ আপনাদের দেখাব অনলাইনে ইনকামের একটি ওয়েবসাইটের বিস্তারিত। আমরা জানি যে, বর্তমানে অনেক ভূয়া ptc সাইট দেশে বিদেশে গড়ে উঠেছে। তারা click করার মাধ্যমে টাকা পেমেন্ট করে বলে জোর দাবি করে। কিন্তু ভিজিটররা এতে অনেকেই প্রতারিত হন। ফলে অনেক পরিশ্রম করে নির্ধারিত পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাই আজ আপনাদের এমন একটি সাইটের বর্ননা দেব যেটি থেকে অনেক ভাল ইনকাম করতে পারবেন।

adfly-2013

প্রথমে রেজিস্টার করুন এখান থেকে ।।

কিভাবে রেজিস্ট্রশন করবেন সেটা আমার মনে হয় বলার দরকার নাই, যদি কারো রেজিস্ট্রশন করতে সমস্যা হয় coment করবেন অবশ্বই। রেজস্ট্রশন শেষ হলে আপনি বিভিন্ন ওয়েব সাইটের লিংক কপি করে এনে নিচে দেখানো চিত্রের মত বক্সে পেস্ট করে shrink এ click করুন। দেখবেন লিংকটি অটোমেটিক শর্ট হয়ে গেছে।

assss

এবার এই লিঙ্ক এ কোন ভিসিটর ক্লিক করলে তাকে ৫মিনিটের একটা এড দেখাবে এবং Skip Add এ ক্লিক করতে বলবে।
আর যখন একজন ভিসিটর আপনার লিঙ্ক এ ক্লিক করে Skip Add করবে তখন ই আপনি টাকা আর্ন করতে পারবেন। এছাড়া আরও অনেক Tools আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রতি মাসে ৫০-১০০$ ইনকাম করতে পারবেন। যাদের ব্লগ সাইট আছে তাদের আর্ন করার সুযোগ আরও বেশি।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে Adf.ly

এর পেমেন্ট মেথড Payza সার্পোট করে।
পোস্টে এইভাবে আপনার অনেকে নাও বুঝতে পারেন। সমস্যা নাই, আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। ওইখানে কিভাবে কি করবেন বিস্তারিত সব দেওয়া আছে।
                         ভিডিও পার্ট ১
                         ভিডিও পার্ট ২
এবার ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে নিন।
আর হ্যা এই ভিডিও টিউটোরিয়াল গুলো লাজুক ভাইয়ের। তাই টিউটোরিয়াল গুলোর সকল ক্রেডিট লাজুক ভাইয়ের প্রাপ্য। এই ভিডিও গুলোতে বিস্তারিত সব দেওয়া আছে এবং কিভাবে আপনি আপনার ব্লগের মাধ্যমে অতিরিক্ত টাকা আর্ন করতে পারবেন তার কিছু টিপস দেওয়া আছে।