আস্সালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আমার নিজের অভিঙ্গতা থেকে একটি সাইটের টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের জন্য।

সাইটির নাম হচ্ছে Clixsense এই সাইট থেকে সাধারণত আয় খুব কম হয়। কিন্তু এই সাইট থেকে আয় বৃদ্ধি করার একটি পদ্ধতি আছে। নিচে ধারাবাহিক ভাবে সবকিছু দেওয়া হল।

১। প্রথমে আপনাকে এই সাইটে  রেজিস্ট্রেষন করতে হবে। রেজিস্ট্রেষণ করতে SignUp লিঙ্কে ক্লিক করুন ।

 

২। আপনার সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেষন সম্পন্য করুন। রেজিস্ট্রেষন শেষ হবার পর আপনার ই-মেইলে একটি কনফার্ম লিঙ্ক যাবে এবার একাউন্ট টি কনফাম করুন।

৩। একাউন্ট কনফাম করার পর আপনার Clixsense একাউন্টে লগিং করুন। লগিং করার পর আপনার প্রোফাইল গিয়ে আপনার প্রোফাইলের সকল তথ্য সঠিক ভাবে দিন [বিঃদ্রঃ Payment Details এ গিয়ে আপনার PayPal, PayToo, Pizya এই তিনটির মধ্যে যে কোনো একটিতে যদি একাউন্ট থাকে তা হলে এই ই-মেইল দিন আর যদি না থাকে তাহলে আপনি যে ই-মেইল দিয়ে রেজিস্ট্রেষণ করেচেন সেই ই-মেইল দিয়ে দিন। পরবর্তীতে পরিবর্তন করে  ফেলবেন।] আপডেট করে দিন।

৪। এভার ভিউ এড এ গিয়ে একটি একটি করে ধারাবায়িক ভাবে সবগুলো এড দেখুন।

এভাবে আপনি দৈনিক ০.০১-০.০৫ সেন্ট পর্যন্ত আয় করতে পারবেন।

এবার আসি কিভাবে আয় বৃদ্ধি করা যায়।

Clixsense এ আয় বৃ্দ্ধি করার পদ্ধতিটি হচ্ছে Referrals । আপনি যত বেশি Referrals করতে পারবেন আপনার তত বেশি আয় হবে। ১ জন রেফারেন্স করলে আপনি প্রতিদিন পাবেন তার আয় এর ১০%। এখন যদি আপনার ১০০ রেফারেন্স থাকে তাহলে আপনি পাবেন প্রতিদিন ১জন মেমবারের ১০% × ১০০ = ১০০০% আয়। তাহলে একজন যদি আয় করে মাজে ০.০৩ × ৩০ = ০.৯ সেন্ট তাহলে আপনার আয় হবে ০.৯ × ১০০০% = ৯ ডলার + আপনার মাসিক আয়। এখন আপনি যদি আরও বেশি রেফারেন্স বানাতে পারেন তাহলে আপনার আয় আরও বৃদ্ধি পাবে। এবং আপনার একাউন্ট যদি আপগেট করে ফেলেন তাহলে আপনার আয় আর বৃদ্ধি পাবে।

যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগযোগ করতে পারেন।