বাংলাদেশের সবচেয়ে উঠতি বানিজ্য খাতের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রিয়েল এস্টেট বা প্রপার্টি বানিজ্য। এর মধ্যে প্লট, ফ্ল্যাট, বাড়ি বা কমার্শিয়াল স্পেস তৈরী, কেনাবেচা এবং ভাড়া নেয়া অন্যতম। আসুন দেখা যাক প্রযুক্তি এক্ষেত্রে কি ভুমিকা পালন করছে –

সম্প্রতি সরকারীভাবে সকল জায়গার মালিকানা এবং নথিপত্র কম্পিউটারের মাধ্যমে একটা ডাটাবেসে নিয়ে আসা হচ্ছে। এতে করে জমির আসল মালিক, জায়গার পরিমান সম্পর্কে যথাযথ তথ্য আরো অনেক সহজেই বের করা যাবে।

আর্কিটেক্ট এবং ডেভেলপাররা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ও অন্যান্য সফটওয়্যার যেমন ArchiCAD এর মাধ্যমে ভবন এবং ইন্টেরিয়র ডিজাইনের কাজ সম্পর্ক করছেন যাতে করে নির্মানের কাজ আরো অনেক দ্রুত, নিখুত, সুন্দর, মানসম্পন্ন এবং সহজ হচ্ছে।

তৈরী হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটপ্লেস যেমন Lamudi Bangladesh যাতে অনলাইনে প্রপার্টি কেনাবেচা এবং ভাড়া নেয়া যায়। বাংলাদেশের খ্যাতিনামা ডেভেলপার এবং এজেন্ট যেমন RANGS, BTI, InnStar, Green Delta Housing, Doric Homes Ltd. ইত্যাদির কাছ থেকে প্রপার্টি লিস্টিং পাওয়া যাবে লামুদিতে। এছাড়া অনলাইন নিউসপেপার যেমন bdnews24, banglanews24, prothom-alo ইত্যাদির ব্যানার বিজ্ঞাপনে পাওয়া যায় অনেক বিশ্বস্ত ডেভেলপের ঠিকানা।

বিভিন্ন বিদেশী কোম্পানি বাংলাদেশের প্রপার্টি ব্যবসাকে সম্ভাবনাময় বিবেচনা করে বিনিয়োগ শুরু করছে। বিশেষ করে বাংলাদেশের প্রপার্টি ডেভেলপারদের এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোর পিছনে বিপুল বৈদেশিক বিনিয়োগ রয়েছে। যাতে বাংলাদেশ অর্থনীতিক দিক দিয়েও প্রচুর লাভবান হচ্ছে

এসব দিক বিবেচনা করলে দেখা যায় যে তথ্য প্রযুক্তি বিগত বছরগুলোতে বাংলাদেশের প্রপার্টি ব্যবসার চিত্রে আমূল পরিবর্তন সাধন করেছে। ২০১৪তে এই খাতে আরো বিনিয়োগ বাড়বে এবং উন্নয়ন সাধন হবে এই আশাই সকলের।