পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। আপনারা অবশ্যই অবগত আছেন যে, আমাদের এই সাইটটি “পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)” দিন দিন জনপ্রিয় হইতেছে, এবং আমাদের “পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)” সাইটের জন্য অফিসিয়্যাল গ্রুপও রয়েছে, যেখানে প্রতি নিয়ত বিভিন্ন মানুষকে ফ্রি ফ্রি বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। আমাদের এই গ্রুপে বর্তমান সমস্যা সংখ্যা 15700+। দেখা যাচ্ছে গ্রুপের সদস্য সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে এবং ওয়েব সাইটেরও দিন দিন ভিজিটর বেড়ে চলেছে। এমতাবস্থায় আমাদের ওয়েব সাইটের জন্য এবং গ্রুপের জন্য কিছু সংখ্যক টিম সদস্য দরকার, কারণ দিন দিন জনপ্রিয় হওয়ার কারণে অল্প সংখ্যক লোক দ্বারা পরিচালনা করা সম্ভব নয়, অতি সুন্দর এবং সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য অধিক লোক থাকা দরকার, এজন্য আমাদের টিম নিয়োগ চলতেছে, আপনিও চাইলে আমাদের সাথে যোগদান করতে পারেন।

আপনাকে কি কি করতে হবে সে কাজ গুলো আমরা আপনাকে বুঝিয়ে দিব। তবে আপনার ইন্টারনেট এবং কম্পিউটারের অল্প কিছু হলেও জানতে হবে, বাকি কাজ (আমাদের সাথে যেটা দরকার হবে) আমরা ফ্রি শিখিয়ে দিব।

*****গ্রুপের টিম সদস্যদের কাজের বিবরণ*****

১.গ্রুপের দিকে বেশি বেশি খেয়াল রাখা। কিভাবে গ্রুপের উন্নতি করা যায়।

২. গ্রুপের কোন ক্ষতি হইতেছে কিনা সেদিকে খেয়াল রাখা।

৩. গ্রুপে কারো সাথে অন্য কেহ খারাপ ব্যবহার করতেছে কিনা?

৪. গ্রুপে কেহ হেল্প চাইলে তা নিয়ে কেহ হাঁসি তামাশা করতেছে কিনা?

৫. গ্রুপে কেহ SPAM করতেছে কিনা?

৬. গ্রুপে কেহ এ্যড দিতেছে কিনা (অকারণে)?

৭. কেহ নীতিমালা ভঙ্গ করেছে কিনা?

এই জাতীয় সকল কিছু… ইত্যাদি। এ সকল হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

 

****সাইটের টিম সদস্যদের কাজের বিবরণ*****

১.সাইটে কোন পোষ্ট হলে তা সঠিক আছে কিনা?

২. সাইটে কোন পোষ্ট হলে তা নীতিমালার মধ্যে আছে কিনা? যদি না থাকে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

৩. সাইটে SPAM হচ্ছে/করতেছে কিনা?

৪. মন্তব্যে কেহ হাঁসি তামাশা করতেছে কিনা?

৫. মন্তব্যের নীতিমালা ঠিক আছে কিনা?

ইত্যাদি, যদি এই ধরণের কিছু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

[এটা একটা সারধারণ ধারনা দিলাম, টিম সদস্য হওয়ার পরে বিস্তারীত আলোচনা হবে। ধন্যবাদ।]

[বি: দ্র: এই সকল কাজ সম্পূর্ণ ফ্রি নিজ দ্বায়ীত্বে করতে হবে, এতে কোন খরচ দেয়া হবে না, সম্পূর্ণ বিনা মূল্যে মানুষকে হেল্প করার ইচ্ছে থাকতে হবে।]

তাহলে সাইটে আবেদন করতে কি কি জমা দিতে হবে?

 

ডাক নামঃ …….
সম্পূর্ণ নামঃ……….
ফোনঃ ……….
ই-মেইলঃ………
টিম হবোঃ…গ্রুপ/ওয়েব সাইট/গ্রুপ-ওয়েব সাইটি দুটোই
ঠিকানাঃ…..
অভিজ্ঞতাঃ…….
বয়সঃ..(শুদু বছর)……(নিদিষ্ট জানা না থাকলে আনুমানিক)
শিক্ষাগত যোগ্যতাঃ……………
বর্তমানে কি করতেছেন?………….
আমাদের সাথে প্রতি সপ্তাহে গড়ে কত ঘন্টা সময় দিতে পারবেন?……(গ্রুপ হলে গ্রুপের/সাইট হলে সাইটে)
পোষ্ট অফিসঃ
জেলাঃ
বিভাগঃ
দেশঃ
[বি: দ্র: যারা আবেদন করবেন তাদের মধ্যে বাছাই করে এ্যডমিন দ্বয় নির্বাচিত করবে। এ্যডমিনদের সিন্ধান্ত’ই চূড়ান্ত সিন্ধান্ত বলে গন্য হবে]

 

 

 

**আমাদের কাজ আমরা শিখিয়ে নিব, কোন সমস্যা নেই, যারা অভিজ্ঞ আছেন, তাদের সাথেও আলোচনা হবে।

 

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)