শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে। অনেক দিন পর আপনাদের জন্য পোস্ট করতে বসলাম।
কথা না বাড়িয়ে কাজ এর কথা বলি,
এতদিন সবাই জিপিকে বাঁশ দিয়ে ফ্রী নেট ব্যবহার করেছেন। এবার বাংলালিংককে বাঁশ দিয়ে ফ্রী নেট ব্যবহার করুন আর আনলিমিটেড ডাউনলোড করুন।
তো দেরী না এখনি নিচের মত করে সেট করে নিন………….
প্রথমে আপনার মোবাইলের settings থেকে
Wireless & network থেকে Mobile network >>> Access Point Name>>>select sim(যে সিম দিয়ে ব্যবহার করবেন)>>তারপর সেটিং নিচের মত করে সেট করুন।
Name== free net
APN==blweb
Proxy===80.239.242.241
Port== 80
এরপর সেইভ করুন।
এবার অপেরা ডাউনলোড করে নিন এখান থেকে
ডাউনলোড করে ফাইলটি আনজিপ করে নিন। তারপর আপনার পিসি থেকে মেমোরী র্কাড এ নিন। এরপর ইন্সটল করুন। এরপর অপেরা Settings থেকে Advance>>> Protocal >>>Socket/HTTP এর পরিবর্তে HTTP select করুন।(অনেকের হয়ত Advance অপশন নাও থাকতে পারে। যাদের না থাকবে তার settings >> protocol>> Socket/HTTP এর পরিবর্তে HTTP select করুন।)
ব্যাস আপনার কাজ শেষ। এবার আরাম করে ফ্রী নেট ব্যবহার করুন আর সেই সাথে আনলিমিটেড ডাউনলোড করুন।
সর্তকতা নোটঃ কোন কারণে কোন প্রকার টাকা কাটলে এর জন্য লেখক দায়ী নয়।নিজ দায়িত্বে ব্যবহার করবেন।কেননা আমি ব্যবহার করি আমার কোন টাকা কাটে নাই।
সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।
ধন্যবাদ ভাই 😀
অনেক ভালো লাগছে download হলে অনেক খুশি হবো!