শুরুতে আমার সালাম নিবেন।  

 

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।

 

অনেক দিন পর আপনাদের জন্য পোস্ট করতে বসলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

 

আজ আপনাদের সাথে শেয়ার করবো ছোট একটি অ্যাপস।মৃলত এটি একটা Luncher। Luncher টির নাম হচ্ছে Holo Luncher। যারা মনে দুঃখ নিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবহার করছেন। ‍ভাবছেন অনেকে ICS OS ব্যবহার করছে আপনি ব্যবহার করতে পারছেন না। আপডেট বা সেট রুট করেও ব্যবহার করতে পারছেন না ICS OS।

ICS OS ব্যবহার না করার দুঃখ ভুলে যান। আপনাদের কে আমি দেব ICS OS ব্যবহার করার সহজ উপায়।

যারা অ্যান্ড্রয়েড 2.2 থেকে শুরু করে যে ভাসর্ন গুলো আছে তা ব্যবহার করছেন সবাই এটি ব্যবহার করতে পারবেন আর স্বাদ নিতে পারবেন ICS OS।

আর বেশী কিছু বলবো না আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

আর দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন।

 

প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করেন।

তারপর আপনার  মেনু থেকে সিলেক্ট করে নিন আর স্বাদ নিন ICS OS।

আমি অসুস্থ তারপর ও আপনাদের জন্য পোস্ট করলাম আশা করি আপনাদের কাজে আসবে।

আর মানুষ মাত্রই ভুল হয়। হওয়াটাই স্বাভাবিক। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।

বিঃদ্রঃ যারা জানেন তো জানেনই। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য এই পোস্ট।

 

নিচে আপনাদের জন্য স্ক্রীণ সট দিলাম

Holo-Launcher-1

Holo-Launcher-2

সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।