প্রথমে সবাইকে আমার সালাম জানিয়ে প্রথম পোষ্ট শুরু করছি,আমি কখনো ব্লগে লেখালেখি

করি না এইটা আমার প্রথম পোষ্ট সো ভুল হলে সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন প্লীজ!

কথা না বাড়িয়ে তাহলে এবার শুরু করি,

আমাদেরকে প্রতিনিয়ত নানাবিধ কম্পিউটার সমস্যা মকাবেলা করতে হয় ,তার মধ্যে   ” CMOS BATTERY ” Failure  একটি অন্যতম বড় সমস্যা ।

কি কি ধরনের সমস্যা হতে পারে

১.  কম্পিউটার  এর ঘরির টাইম এলোমেলো হয়ে যেতে পারে , যার ফলে আপনার ইন্টারনেট মডেম টি লগ অন হবে না, অথবা  আপনার কাজের সফটওয়্যার গুলোর লাইসেন্স এক্সপায়ারড দেখাতে পারে।

২.আপনার বায়স সেটিংস সেভ না থাকতে পারে , যার ফলে আপনাকে বার বার  F1  কি চেপে বুট করতে হতে পারে , অথবা আপনার কম্পিউটার  এর  হার্ডডিস্ক মিসিং বা  ডিভিডি  রম  মিসিং দেখাতে পারে, অথবা দীর্ঘদিন এভাবে চালানোর ফলে আপনার বায়স ক্রেশ করতে পারে।

আমি বেশ কয়েকটি সমস্যার কথা বললাম ,আপনারা হয়তো আরও বেতিক্রম কিছু সমস্যায় পরে থাকতে পারেন।

আমি খুব সহজ দুটি  সমাধান দেবার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাজে লাগবে।

আপনারা যখন এই ধরনের সমস্যার মুখমুখি হবেন তখন প্রথমে ব্যাটারিটি খুলে পুনরায় লাগিয়ে দেখতে পারেন , এতে কাজ না হলে ব্যাটারির নিচে যে সংযুক্তকারি  স্টিলের পাতটি রয়েছে তা চিমটা বা চ্যাপ্টা কোন ধতব পাত দিয়ে একটু আলগা অর্থাৎ উচু করে দিয়ে পুনরায় ব্যাটারিটি লাগিয়ে দেখতে পারেন। আশা করি এতে কাজ হবে ,আর না হলে  লক্ষ করুন  ব্যাটারিটির যে প্রান্তে  BAT লেখা আছে সেই প্রান্তের বাঁকানো ধাতব অংশটি ভালোভাবে

ব্যাটারিটির পার্শ্ব স্পর্শ করেছে কিনা , আর না করলে চিমটা বা চ্যাপ্টা কোন ধতব পাত দিয়ে স্পর্শ করিয়ে ডীটে হবে।

অথবা  লক্ষ করুন  ব্যাটারিটির একেবারে কাছাকাছি  তিনটি পিন এর একটি কানেক্টর পাবেণ ,যার দুটি প্রান্ত নীল ,কালো,লাল অথবা সবুজ রঙের একটি জ্যাকেট পড়ানো থাকে ,আপনি কম্পিউটার  এর পাওয়ার অফ করে জ্যাকেটটি সাবধানে খুলুন অতঃপর তিন পিনের মাঝের পিনটি ঠিক রেখে ওপর পিনটিতে জ্যাকেটটি পড়ান এবার কম্পিউটার স্টার্ট বাটনে চাপ দিন ,এতে কম্পিউটার স্টার্ট নিবে না ,আপনার কাজ হোয়ে গেছে  এবার আপনি কম্পিউটার  এর পাওয়ার অফ করে জ্যাকেটটি খুলুন এবং আগের মতো করে লাগান, এবার কম্পিউটার  এর পাওয়ার অণ করে বায়োসে প্রবেশ করে নতুন করে সেটিং করুণ আসা করি কাজ করবে , আপনি আমার দেখানো নির্দেশনা অনুযায়ী ২ য়  পন্থাটিকে জাম্পার শর্ট বোল্টে পারেন।

 

কেমন লাগল জানি না ভুল হলে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যেন পরবর্তিতে আরো ভাল কিছু লিখতে পারি