শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বন্ধুরা। পৃথিবীর একমাত্র বিজ্ঞান সম্মত ধর্ম বা জীবন বিধান পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে মানুষকে জানাতে এবং তরুন প্রজন্মকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য “এসো হে তরুন,ইসলামের কথা বলি” স্লোগান নিয়ে পথ চলা শুধু করেছে ইসলামিক এমবিট.কম । আমাদের দেশের তরুণ প্রজন্মের মাঝে পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতেই আমাদের এই ছোট্ট প্রয়াশ । ইদানীং তরুণ প্রজন্মের মাঝে ইসলাম বিরোধী যে ধরনের কার্যকলাপ দেখা দিচ্ছে, তা পরিবর্তনের একটি অঙ্গিকার নিয়েই মূলত আমাদের যাত্রা শুরু। নাস্তিকতা আজ আমাদের তরুণ প্রজন্মের মাঝে যে আভিজাত্যের রূপ নিয়েছে বা অন্যদের তুলনায় নিজেকে আধুনিক ভাবার যে প্রবণতা ডানা বেঁধেছে তা থেকে এই তরুণ প্রজন্মকে একটি সঠিক পথ এবং ভুল সমূহ যুক্তি দিয়ে ধরিয়ে দেওয়াটাই মূলত ইসলামিক এমবিট–এর উদ্দেশ্য।
islamicambit Team
আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় হানাফি না। তবে আমরা ফিকহের ক্ষেত্রে ফিকহে হানাফি অনুসরণ করি।
আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় সুন্নি না। তবে আকাঈদের ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ-র অনুসরণ করি।
আমরা বিশ্বাস করি “আল্লাহ্ ব্যাতীত কোন ইলাহ (উপাস্য) নেই, তিনি এক ও অদ্বিতীয় এবং হযরত মোহাম্মাদ (সা.) তার প্রেরিত রাসুল।”
আমরা পবিত্র আল-কোনআন এবং সহীহ হাদিস এর সহীহ দলিল ছাড়া অন্য কোন প্রকার কথায় বা বাক্যে বিশ্বাসী নই ।
সকলের প্রতি অনুরোধ আসুন আমরা সঠিক পথে চলি এবং সহীহ দলিল দেখে ইসলামের কথা বলি ।
বর্তমানে আমরা ৫ জন মুসলমান ভাই এবং কয়েকজন সহযোগী মুসলমান ভাই মিলে সাইট টি পরিচালনা করছি।
এখানে আপনারা ইসলাম ধর্ম বিষয়ক যে কোন ব্লগ বা, পোষ্ট লিখতে, পড়তে এবং মন্তব্য করতে পারবেন। শুধু তাই না ইসলাম ধর্ম বিষয়ক যে কোন প্রশ্ন ও করতে পারবেন এবং তার জন্য রয়েছে আমাদের প্রশ্ন-জিজ্ঞাসা বিভাগ।
সকলের সহযোগী কামনা করছি।
ইসলামিক এমবিট
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনায় “আল্লাহ হাফেজ”
dhonnobad helpcenter … aro ekta valo site uphar debar jonno .