আমি asus eee 1215b notebook use করি। আগে থেকেই overheating এর সমস্যা ছিল । বেশি গরম হয়ে বন্ধ হত।এর জন্য একবার দোকানে দেই। এর পর ৬ মাস সমস্যা হয় নাই।লাপ্তপ এর নিচে বই বা সিগারেট এর প্যাকেট দেই যেন বাতাস জায়।সবসময় বাতাস জাওয়ার জন্য জায়গা রাখি। কিন্তু গত দুই দিন ধরে শুধু বন্ধ হয়ে যাচ্ছে। এসি মুড এ বেশি যায়। ব্যাটারি দিয়ে কাজ করলে কম যায়। এসি মুড এ গরম বেশি হয়। কিন্তু পিসি বন্ধ হলে গরম হয় কিন্তু অতটা না আমি এসি মুড দিয়েই বেশি ইউস করি। অ্যাভাস্ট আন্তি ভাইরাস ব্যাবহার করি। স্ক্যান করলে android এর কিছু ফাইল ছাড়া বাকি গুলা ঠিক এ দেখায়। বুট স্ক্যান শেষ হবার আগেই পিসি বন্ধ হয়ে যায়?? এখন আগে charge করি তারপর ব্যাবহার করি।এতে কম বন্ধ হয়। দয়া করে সাহায্য করেন ।খুব কস্তে আসি