X

স্বল্পমূল্যে বাজারে ৩ জিবি র‍্যামের স্মার্টফোনগুলো!

বর্তমান সময়ে অনলাইন ক্লাস থেকে শুরু করে বিভিন্ন কাজে একটি তুলনামূলক মানসম্মত স্মার্টফোন সবারই প্রয়োজন! তবে সমস্যাটা আমাদের বাজেট এর সাথে। বর্তমান সময়ে একটি তুলনামূলক ভালো স্মার্টফোন বলতে তাতে ৩ জিবি র‍্যাম থাকা চাই! বাজারে আমাদের সাধ্যের ভেতর বেশিরভাগ সময়ই ভালো কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়া যায় না। তাদের জন্য আজকের আর্টিকেল, আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব, সল্প মূল্যে বাজারে ৩ জিবি র‍্যামের সেরা স্মার্টফোনগুলো নিয়ে।

প্রিমো আরএক্স৭ মিনি

বাজেট এর ভেতর যারা দারুন একটি গেমিং স্মার্টফোন চান, তাদের জন্য বিগত বছর লঞ্চ হওয়া ওয়ালটন এর পক্ষ থেকে একটি যুগান্তকারী স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএক্স৭ মিনি। স্মার্টফোনটি ছিল একসময়কার বাজারের টপ সেলার, আর এক সময়কার টপ সেলার মানে স্মার্টফোনটি অবশ্যই দামের সাথে পারফরমেন্সের দিক দিয়ে অনবদ্য ছিল তা একদম আর বলতে! স্মার্টফোন্টির স্পেসিফিকেশন থেকে এর বিল্ট কোয়ালিটি দুটোই এর দামের হিসেবে একদম পয়সা অসুল!

একনজরে প্রিমো আরএক্স৭ মিনি

  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম
  • ১৯ঃ৯ রেসিও সম্পন্ন ৫.৯ ইঞ্চি এইচডি+ আইপিএস ইনসেল ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও পি৬০, ১.৮ গিগাহার্জ অক্টাকোর চিপসেট
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি, টাইপ সি পোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

প্রিমো আরএক্স৭ মিনি স্মার্টফোনটির রিভিউ

প্রিমো এইচএম৫

অসাধারন ডিজাইন এবং দারুন স্পেসিফিকেশনে ৮৫৯৯ টাকায় ওয়ালটনের আরেকটি অনবদ্য স্মার্টফোন হচ্ছে প্রিমো এইচএম৫। প্রিমো এইচএম৫ এর দারুন লুক এবং এর স্পেসিফিকেশন স্মার্টফোনটির দামের সাথে গ্রাহকদের ভেতর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল এবং নিয়েছে। এইচএম সিরিজের এই ফোন এইচএম৫ এর অন্যতম আকর্ষণ এর ৩ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম, ৪৯০০ এমএএইচ ব্যাটারি, হেলিও এ২০ চিপসেট সহ আরো অনেক কিছু।

একনজরে প্রিমো এইচএম৫ স্মার্টফোনটি

  • ৬.১ ইঞ্চি আইপিএস প্যানেল ডিসপ্লে
  • ৩ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ১৩ মেগাপিক্সেলের সনি প্রাইমারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা
  • মিডিয়াটেক হেলিও এ২০ চিপসেট

প্রিমো এইচএম৫ স্মার্টফোনটির রিভিউ

প্রিমো এইচ৯

ওয়ালটনের সাশ্রয় মূল্যের স্মার্টফোন সমগ্রের মধ্যে অন্যতম আরেকটি সংযোজন প্রিমো এইচ ৯। প্রিমো এইচ৯ এর রিয়ার প্যানেলে থাকছে ১৩+২ মেগাপিক্সেলের সেন্সর নিয়ে একটি ডুয়াল ক্যামেরা মডিউল আর সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ৩২ জিবি ইন্টারনাল মেমরি এর পাশাপাশি এই স্মার্টরফোনটিতে আপনি অতিরিক্ত ১২৮ জিবি পর্যন্ত এক্সট্রা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন! স্মার্টফোনটির দাম মাত্র ৭৮৯৯ টাকা।

একনজরে প্রিমো এইচ৯ স্মার্টফোনটি

  • ১৯ঃ৯ রেশিও, ৬.১ ইঞ্চি ইউ-নচ সমৃদ্ধ ডিসপ্লে
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • PowerVR Rouge GE8322 জিপিইউ
  • ৩ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ৩২ জিবি রম, ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৩৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

প্রিমো এইচ৯ স্মার্টফোনটির রিভিউ

স্মার্টফোন গুলো দেখতে অবশ্যই চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজায়; আর সবগুলো স্মার্টফোনের সাথেই আপনি পাবেন ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। আশা করি আজকের লেখাটি ভালো লাগল, নিচে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

Riad Ahmed: This is Riad Ahmed. I love technology and technological stuffs much! Here im to represent many tech related articles .

This website uses cookies.