বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস৷ জনমনে ছড়িয়ে পরেছে ব্যাপক পর্যায়ের আতঙ্ক। আর এমতাবস্থায় আমাদের জাতিগত ভাবে সকল মানুষের নিজের অবস্থানে শক্ত থেকে, নিজেরা সতর্ক হয়া বেশ জরুরি। আর এমন দুর্যোগপূর্ণ অবস্থায়, মানুষের মনে করোনা ভীতি, নয় এক শক্তি জোগাতে গীতিকার মাহবুবুল এ খালিদ নিয়ে এসেছেন নতুন একটি গান। গানটি প্রকাশিত হয়েছে খালিদ সঙ্গীত এর ব্যানারে। গানটির নাম ‘করোনাকে ভয় করো না’। এতে কণ্ঠ দিয়েছেন, কিশোর, মুহিন, সঙ্গীতা এবন সরণ। লিখেছেন গীতিকার মাহবুবুল এ খালিদ।
গানটি ওয়েলকাম টিউন হিসেবে মোবাইলে সেট করতে রবির গ্রাহকরা ডায়াল করুন *8466*202#। আর এয়ারটেল গ্রাহকরা ডায়াল করুন *788*271#
গানটির কথাঃ
শোন ভাই বন্ধু প্রিয়জন,
করোনাকে ভয় করো না
করো না করো না,
করোনাকে ভয় করো না।
মোকাবেলা করো তারে স্বাস্থ্যবিধি মেনে
‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’
নিশ্চয় আছে মনে
শুধু থেকো সাবধান, হবে না কিছুই হবে না॥
স্বাস্থ্যবিধি মেনে চলো মানো কাশির শিষ্টাচার
এলে হাঁচি কাশি টিস্যু বা বাহু চেপে ধর মুখে তোমার।
ঘন ঘন সাবান জলে কমছে বিশ সেকেন্ড ধরে হাত ফেলো ধুয়ে
যেথা সেথা ফেলবে না কফ-থুতু
ছুঁবে না নাক মুখ চোখদুটো হাতটি দিয়ে।
ময়লা টিস্যু ঢাকনা দেয়া বিনে ফেলে হাত পরিস্কার করো, শুধু থেকো সাবধান, হবে না কিছুই হবে না॥
জ্বর কাশি শ্বাসকষ্ট কিছু হলে চলো চিকিৎসকের দ্বারে
হলে আক্রান্ত মাস্ক পরো মুখে, থেকো অন্যদের থেকে ন্যুন এক মিটার দূরে।
আক্রান্ত দেশ থেকে এলে কেউ অসুস্থ না হলেও থেকো চৌদ্দদিন স্বেচ্ছা কোয়ারেন্টাইনে
না বলো কোলাকুলি করমর্দন, ভিড় এড়িয়ে চলো যেয়ো না যেথা সেথা বিনা প্রয়োজনে,
সাহস রাখো মনে, শুধু থেকো সাবধান, হবে না কিছুই হবে না॥
‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর-
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’
কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/mahbubulakhalid । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।