সম্প্রতি চায়নার বাজারে লঞ্চ করেছে শাওমি মি সিসি৯ প্রো। এই ফোনটির প্রধান আকর্ষণীয় বিষয় এ ফোনটি ক্যামেরা এই ফোনের পিছনে রয়েছে পাঁচ-পাঁচটা ক্যামেরা তারমধ্যে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে যা সম্প্রতি সময়ে মানুষের মনে এবং মানুষের মধ্যে অনেক সাড়া জাগিয়েছে। এছাড়াও মি সিসি৯ প্রো ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট আর ৫,২৬০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
যা যা থাকছে মি সিসি৯ প্রো ফোনে:
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর
- ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ
- ৫টি রিয়ার ক্যামেরা : ১০৮ মেগাপিক্সেল এফ১.৬৯ ওয়াইড, ১২মেগাপিক্সেল এফ২ ২এক্স টেলিফটো, ৫মেগাপিক্সেল
- এফ২ ৫এক্স টেলিফটো, ২০মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো
- ৩২মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা
- ৬.৪৭ইঞ্চির কার্ভড ওএলইডি ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সরসহ
- ৫২৬০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জার
- ইউএসবি টাইপ-সি ক্যাবল এবং হেডফোন জ্যাক
শাওমি মি সিসি৯ প্রো এর পুরো স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৪৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল ও রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৮৭.৮%। এতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে।
চিপসেটঃ
এতে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৭৩০জি প্রসেসর । এর জিপিউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো ৬১৮।
র্যাম ও স্টোরেজঃ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
ক্যামেরাঃ
ফোনটির পেছনে ৫টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ১০৮ (এফ/১.৭) মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৫ (এফ/২.০) মেগপিক্সেলের টেলিফটো লেন্স, ১২ (এফ/২.০) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ২০ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ৫এক্স অপটিক্যাল জুম ফিচার রয়েছে। এর ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.০। সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।
ব্যাটারি ও ওএসঃ
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৫,২৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এটি দিয়ে মাত্র ৬৫ মিনিটে ব্যাটারি ফুল চার্জ করা যাবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই ও মিইউআই ১১ ব্যবহার করা হয়েছে।
অন্যান্যঃ
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে হেডফোন জ্যাক ও রেডিও রয়েছে।
রঙ ও দামঃ
ফোনটি কালো, সাদা ও সবুজ রঙে বাজারে পাওয়া যাবে।
শাওমি মি সিসি৯ প্রো ফোনের দাম ধরা হয়েছেঃ
- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ- ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০১৯ টাকা)
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ- ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৬৬৫ টাকা)
- ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ (প্রিমিয়াম এডিশন)- ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪২,৫২৭ টাকা)
১১ নভেম্বর থেকে চিনে বিক্রি শুরু হবে মি সিসি৯ প্রো। বুধবার স্পেনে মি নোট ১০ নামে চিনের বাইরে একই ফোন লঞ্চ করবে শাওমি। দেশের বাজারে ফোনটি আসলে দাম ও বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন
মোবাইল ফোন নিয়ে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন Mobile BD