বাসা বা অফিস একটি নতুন এয়ার কন্ডিশনার তথা এসি লাগানোর ইচ্ছা আমাদের সবার। তবে প্রশ্ন যখন আসে কোন এসিটি কিনব, কি কি বিষয় বিবেচনা করে কিনব; এসময় আমরা দ্বন্দ্বের ভেতর পরে যাই। একটি ভালো এসির ক্ষেত্রে এর দাম, মান, বিদ্যুৎ খরচ অনেককিছু মাথায় রাখতে হয়। তো এসব বিষয় বিবেচনা করলে আপনি পছন্দ করতে ওয়ালটন এসি। ওয়ালটন বর্তমানে আমাদের দেশে একটি আদর্শ এসি তথা এয়ার কন্ডিশনার এর সবগুলো সুবিধা যুক্ত করার মধ্য দিয়ে খুবই উন্নত প্রযুক্তিতে বাংলাদেশেই তৈরি করছে বিভিন্ন মডেলের অত্যাধুনিক এসি।

এই আর্টিকেলে কথা বলব, ওয়ালটন এর সাম্প্রতিক সংযোজন (১.৫ টন)  অত্যাধুনিক স্মার্টএসি ‘ক্রিস্টালাইন প্রো’ সম্পর্কে। বাজারে ক্রিস্টালাইন সিরিজের দুটি এসি পাওয়া যাবে একটি শুধু ‘ক্রিস্টালাইন প্রো’ এবং আরেকটি হল এই ‘ক্রিস্টালাইন প্রো [স্মার্ট]’। এর বাজার মূল্য বর্তমানে ৬৬, ০০০ টাকা

  • মডেল নামঃ WSI-KRYSTALINE
  • ওয়াটঃ 5275 Watts
  • বিটিইউঃ 18000 BTU/hr

সাধারণত ১২০০০ বিটিইউ মানে ১ টন। ক্রিস্টালাইন প্রো [স্মার্ট] এসিটি ১৮০০০ বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) সম্পন্ন, যার দরুন এসিটি দেড় টনের। আপনার ‘রুম বা স্পেস’ যেখানে এসিটি লাগাতে চাচ্ছেন, তা যদি ৭০০ স্কয়ার ফিট থেকে ১১০০ স্কয়ার ফিট এর মধ্যে হয় তবে এই এসিটি আপনার জন্য আদর্শ।  এর ওয়াট ৫২৭৫।

ক্রিস্টালাইন প্রো [স্মার্ট]  আইওটি (ইন্টারনেট অফ থিংস) প্রযুক্তির সুবিধাসম্পন্ন এসি। যার ফলে একে ওয়াইফাই এর মাধ্যমে বিভিন্ন স্মার্ট ডিভাইস, যেমন স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রন করা যাবে। আপনি এই এসিকে ‘গুগল হোম’ এর মত স্মার্ট হোম কন্ট্রোলার ডিভাইস এর সাথে যুক্ত করেও নিয়ন্ত্রন করতে পারবেন। এর সাথে আসা একটি মোবাইল  অ্যাপস এর মাধ্যমে এই এসিটি আপনি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারবেন।

যেহেতু এসিটি আপনার ওয়াইফাই এর সাথে যুক্ত থাকতে সক্ষম, তাই আপনি এটিকে অ্যাপস এর মাধ্যমে এসির কাছে না থাকলেও, অন্য যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রন করতে পারবেন। চিরাচলিত এসির রিমোট সবসময় হয়ত হাতের কাছে থাকে না, তবে মুঠোফোন সবসময়ই আমাদের সাথে থাকে, একারনে এসি নিয়ন্ত্রন হবে আরও স্মার্ট।  আপনি একের অধিক এসি, এই একটি সিঙ্গেল অ্যাপস বা অ্যাপলিকেশন ব্যবহার করে নিয়ন্ত্রন করতে পারেন। এর পাশাপাশি অ্যাপস থেকে এসির দৈনিক পাওয়ার কন্সামপশন রিপোর্ট, স্ট্যাটিস্টিক রিপোর্ট, পারফর্মেন্স ডাটা ইত্যাদি তথ্য পাবেন।

ক্রিস্টালাইন প্রো [স্মার্ট] একটি ইনভার্টার প্রযুক্তির এসি। নন-ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে  অন-অফ হওয়ার মাধ্যমে। এখানে এসি পূর্ণ শক্তিতে চালু হওয়ার পর ঘরের তাপমাত্রা আরামদায়ক অবস্থায় এলে এসির কমপ্রেসর বন্ধ হয়ে যায়। আবার ঘরের তাপমাত্রা কিছুটা বেড়ে গেলে, তখন চালু হয়। এভাবে বারবার এসি চালু ও বন্ধ হওয়ার কারণে, এসি বেশি বিদ্যুৎ ব্যবহার করে, যার ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।

অন্যদিকে ইনভার্টার প্রযুক্তির এসি প্রথমে পূর্ণ শক্তিতে চালু হয়। পরে রুমের পরিবেশের আরামদায়ক তাপমাত্রা ঠিক রেখে এসিটি শক্তি খরচ কমিয়ে নিয়ে আসে। এভাবে কম শক্তিতে চলার কারণে কম বিদ্যুৎ প্রয়োজন হয় এবং বিদ্যুৎ খরচ কমে আসে। ইনভার্টার প্রযুক্তির এসিটিতে ব্রাসলেস ডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি খুবই স্মুথ এবং নিঃশব্দের সাথে কাজ করতে সক্ষম। এতে করে রাতে ঘুমানোর সময় এই এসি থেকে অনাকাঙ্ক্ষিত এমন কোন যান্ত্রিক শব্দ আসবে না, যা আপনার ঘুমকে বিঘ্নিত করতে পারে। তাই এই এসিটি তার নিজের কাজ খুব ভালোভাবে করে যাবে একদম নিঃশব্দে পূর্ণ দক্ষতার সাথে।

ক্রিস্টালাইন প্রো [স্মার্ট] এর কন্ট্রোলার এর সাথে থাকা টার্বো মোড এর মাধ্যমে নিমিষেই আপনি এই এসির মাধ্যমে ঘরকে ঠাণ্ডা করে ফেলতে পারবেন। আপনার ঘর ৭০০-১০০০ স্কয়ার ফিটের মধ্যে হলে এই কাজটি হবে আরও দ্রুত। টার্বো মোড এর পাশাপাশি এই এসিতে পাওয়ার সেভিং এর জন্য পাবেন ইকো মোড।

এই এসিটি মাল্টি ডাইরেকশনে বাতাস প্রবাহ করতে সক্ষম। অনেক কেবল এসি এক দিকেই বাতাস প্রবাহ করে, যার ফলে যারা কেবল এসির সামনে থাকে তারাই বাতাস পায়, ঘরের কোনায় বা অন্য কোন স্থানে থাকা কেউ বাতাস পায় না। তবে ক্রিস্টালাইন প্রো এসির মাল্টি ডাইরেকশনে বাতাস প্রবাহ করার ফলে সব দিকেই প্রায় সমান শীতল বাতাস প্রবাহিত করা যাবে।

ক্রিস্টালাইন প্রো [স্মার্ট] এসিতে আপনি পাবেন ১৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাছাই করার রেঞ্জ। অনেক এসিতে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, তবে এতে সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাবেন।

আবাসিক এবং বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য আর৪১০এ হল একটি মানসম্মত রেফ্রিজারেন্ট গ্যাস। আগে আর২২ ব্যবহার করা হত যা ছিল অজোন স্তর জন্য খুবই মারাত্তক। অন্যদিকে আর৪১০এ রেফ্রিজারেন্ট অজোন স্তর এবং পরিবেশের সেই ক্ষতিটা করেনা।


সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ এর আবহাওয়া উপযোগী নিত্যনতুন সব এসি তৈরি করছে ওয়ালটন। বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা এসিতে সাধারণত সঠিক বিটিইউ থাকে না। সাধারণত যা ক্রেতাদের পক্ষে ধরা সম্ভব হয় না। তবে দেশেই তৈরি করছে বলে ওয়ালটন তাদের সকল এসিতে সঠিক বিটিইউ নিশ্চিত করছে। আর ক্রিস্টালাইন প্রো [স্মার্ট] এসিতেও তার ব্যাত্তয় ঘটেনি।