আজকাল অনলাইনের ভিত্তিতে অনেক হোম টিউটর দিতে দেখা যাইতেছে। আবার অনেকেই সিন্ধান্ত হীনতায় ভুগতেছে যে সত্যি কি এই অনলাইনের ভিত্তিতে হোম টিউটর মানসম্মত। সংশ্লিষ্ট মানুষের কথা বিশ্বাস ছাড়াও শিক্ষকদের পরীক্ষা করার কোন উপায় নেই। ফলস্বরূপ, কিছু টিউটররা ভাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষক, অভিভাবকেরা পায় না।আর চিন্তা নেই অনলাইনের ভিত্তিতে অনেক হোম টিউটর নিয়ে। আপনাদের কথা চিন্তা করেই দেশ টিউটর নিয়ে এসেছে অনলাইনের ভিত্তিতে হোম টিউটর। এখন থেকে অভিভাবকরা তাদের সন্তানের জন্য নির্ভয়ে মানসম্মত হোম টিউটর খুঁজে নিতে পারবে। আমাদের যে শিক্ষক রয়েছে তারা সবাই মানসম্মত, আমরা যখন কোনো শিক্ষক নিযোগ দেয় তাদের যোগ্যতা যাচাই বাঁচায় করেই নিযোগ দেয়।

আমাদের এই ওয়েবসাইটের এর মাধ্যমে আপনি বিনা মূল্যে হোম টিউটর খুঁজে নিতে পারবেন। বর্তমানে আমি অনেক অনলাইনের ভিত্তিতে হোম টিউটর ওয়েবসাইট দেখতে পাসছি কিন্তু তাদের মানসম্মত নিয়ে আমার অনেক সংশয় রয়েছে। কিন্তু আপনি আমাদের সাইট এর মাধ্যমে বিনা মূল্যে এই সুবিধা ভোগ করতে পারবেন। আমাদের দেশ টিউটর ওয়েবসাইট এখন থেকে আপনি যেকনো স্কুল , কলেজ, মাদ্রাছা এমন কি আপনি আপনার সন্তানের জন্য ড্রয়িং, হ্যান্ড রাইটিং, আরবি, নাচ ও গান সর্বমোট ১২ টি ক্যাটেগরিতে আপনি টিউটর খুঁজে নিতে পারবেন।