কেমন আছেন সবাই? আগামীকাল ১৪ই ফেব্রুয়ারী। অর্থাৎ ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসকে আরো মধুময় ও আনন্দের করে তুলতে আমার আজকের এই পোস্ট। আমার এই পোস্টে ভালোবাসা দিবসের দারুন ৫টি এন্ড্রয়েড এপস শেয়ার করব। আপনি এগুলো একবার পরখ করে দেখতে পারেন। চলুন দেখি তাহলে এই এপসগুলো।
১। Hearts Lite Love Wallpaper
এই এপসটিতে আপনি ভিডিও ওয়ালপেপার পাবেন।
২। Valentines Day Frame
এখানে আপনি বিভিন্ন Greetings ও ফটো ফ্রেম পাবেন।
৩। Valantine Gif
এই এপসে আপনি বিভিন্ন Gif ফাইল পাবেন। যা দিয়ে আপনি কাউকে Wish করতে পারবেন।
৪। Valentine Day Photo College
এই এপসের মাধ্যমে বিভিন্ন রকমের ছবি বানিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন।
৫। Valentines Day Special
এটা নিসন্দেহে অনেক কাজের একটি এপস। এই এপস দিয়ে অনেক উপকৃত হবেন। আপনি এপসটি দেখলেই বুঝবেন কতটা দরকারি এপস।
এই এপসগুলোর বিভিন্ন দিক নির্দেষনা নিয়ে একটা ভিডিও আছে। এপসগুলোর কার্যকারিতা যাচাই করতে চাইলে ভিডিওটি দেখুন। ভিডিওটি নিচে দেওয়া হল। ভিডিও দেখেই না হয় সিদ্ধান্ত নিন যে এপসগুলো ব্যবহার করবেন নাকি করবেন না। ধন্যবাদ।
বিঃদ্রঃ আমার এই পোস্টটি আগে টেকটিউনস এ প্রকাশিত হয়েছিল।পোস্টলিংক এখানে।