এবার ২০১৯ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন তাদের অফিশিয়াল প্যাভিলিয়নে ; স্মার্টফোন এর ওপর ১০০% পর্যন্ত ছাড় প্রদান করছে। এইরকম সুযোগ মিলবে কেবল বাণিজ্য মেলায় ওয়ালটন এর প্যাভিলিয়নেই। এবার বাণিজ্য মেলায় ২৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে ওয়ালটন বিক্রি করছে তাদের ২০টি মডেল এর স্মার্টফোন; আর এই এসব স্মার্টফোন এর দাম শুরু ৩,৯৯৯ টাকা থেকে; এবং শেষ ২৪,৯৯৯ টাকা পর্যন্ত। আর এই স্মার্টফোন কেনার পরই এসএমএস করলে সেই বিক্রিত স্মার্টফোনটির অপর ৫% থেকে ১০% পর্যন্ত ছাড় সাথে সাথে পাওয়া যাবে। ইতিমধ্যে অনেকে ১০-২০-৩০% ছাড় নিয়মিত পেয়ে চলেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন।
মেলায় ৬৬০ টাকা থেকে শুরু করে ১৭০০ টাকার মধ্যে ১৯ মডেল এর বিভিন্ন ফিচার ফোনও পাওয়া যাবে। বাণিজ্য মেলায় এবার ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনগুলোতে থাকছে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্টসহ ১০১ দিনের প্রায়োরিটিভিত্তিক বিক্রয়োত্তর সেবা। এই অফারটি ওয়ালটন এর স্মার্টফোন মানুষদের আরও বেশি বেশি কিনতে উৎসাহিত করবে। বর্তমানে অনেকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এই অফার এর কারনে ১০০% পর্যন্ত ছাড় পেয়েছে!