Linux Host Lab Ads

৪জি কানেক্টিভিটির স্মার্টফোন বাজেট এর ভেতর!

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Linux Host Lab Ads

ভালো সার্ভিস এবং বাজেট এর ভেতর আমাদের দেশে মানসম্মত অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার কথা আসলে প্রথমেই এখন যে নাম আসে তা হল দেশীয় ইলেক্ট্রনিকস নির্মাতা জায়ান্ট ওয়ালটন।  বর্তমানে বাজারে ওয়ালটন এর লো থেকে মিডিয়াম বাজেটে বহু স্মার্টফোন উপলব্ধ রয়েছে; এর মধ্যে বাজেট ৪জি স্মার্টফোনগুলো উল্লেখযোগ্য।  বর্তমানে বাজারে ওয়ালটন এর বেশ কয়েকটি মডেল এর দারুন এবং উন্নত ৪জি স্মার্টফোন উপলব্ধ রয়েছে। আজকের আর্টিকেলে আলোচনা করব এরকমই তিনটি ৪জি স্মার্টফোন সম্পর্কে, যা দামের দিক দিয়েও খুব সাশ্রয়ী।

ওয়ালটন প্রিমো জিএম৩

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Linux Host Lab Offer

১৮ঃ৯ রেসিও এবং ৫।৩৪ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ এই স্মার্টফোনে রয়েছে ৪জি কানেক্টিভিটি সাপোর্ট।   অ্যান্ড্রয়েড ৮.১।গো এডিশন এর এই স্মার্টফোনটি পরিচালিত হচ্ছে ১।৩ গিগাহার্জ ক্ষমতা সম্পন্ন একটি কোয়াড কোর প্রসেসর দ্বারা, সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  ওয়ালটন প্রিমো জিএম৩ আরেকটি কোড নামে খ্যাত যা হচ্ছে ‘পাওয়ার হাউজ স্মার্টফোন’।;৬৮৯৯ টাকার এই স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি।  স্মার্টফোনটিতে আরও আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।  একনজরে ওয়ালটন প্রিমো জিএম৩ঃ

 • ৪জি কানেক্টিভিটি
 • অ্যান্ড্রয়েড ৮.১।গো এডিশন
 • ১।৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
 • ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম
 • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা [ফ্ল্যাশ] ; ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা [সফট ফ্ল্যাশ]
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

ওয়ালটন প্রিমো জিএফ ৭

স্মার্টফোনটি পুরোপুরি বেজেললেস না হলেও এর ডিজাইনে বেজেললেস কনসেপ্টটি ফুঁটে উঠেছে, স্মার্টফোনটি ডিজাইন এর দিক দিয়ে খুবই মিনিমাল এবং সুন্দর। স্মার্টফোনটির আরেকটি ফিচার টেকনোলোজি হল এর বরাবর অন্যসব ফোন এর মতই ১৮:৯ রেশিও সমৃদ্ধ ডিসপ্লে।  এই বাজেট রেঞ্জে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য প্রিমো জিএফ ৭ ডিভাইসটি।আর এটি বাজারে পাওয়া যাবে মাত্র ৫৯৯৯ টাকায়।  একনজরে ওয়ালটন প্রিমো জিএফ ৭ঃ

 • ৪জি কানেক্টিভিটি
 • অ্যান্ড্রয়েড ৮.১।গো এডিশন
 • ৫.৩৪” ১৮:৯ রেশিও ফুল ভিউ ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড
 • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে [সফট এলইডি ফ্ল্যাশ]
 • রিয়ার ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে [এলইডি ফ্ল্যাশ]
 • ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম
 • ২৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি
 • ব্যাকটাচ বাটন

ওয়ালটন প্রিমো ইএফ৮৪জি

৫০০০ টাকা বাজেটে  সুন্দর ডিজাইন এবং ভালো মানের আরেকটি স্মার্টফোন হল ওয়ালটন প্রিমো ইএফ৮৪জি। নভেম্বর,২০১৮ রিলিজ এই স্মার্টফোনটির মূল্য মাত্র ৪,৯৯৯ টাকা। আর ১ জিবি র‍্যাম ও ৮ জিবি রম সমৃদ্ধ এই স্মার্টফোনটিকে চালাবে ১।৪০ গিগাহার্জ ক্ষমতা সম্পন্ন একটি কোয়াড কোর প্রসেসর। ৪৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে থাকছে ২০৫০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি।  একনজরে ওয়ালটন প্রিমো ইএফ৮৪জি:

 • ৪জি সাপোর্ট
 • ৪.৯৫ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে (১৮ঃ৯ রেসিও)
 • অরিও  ৮.১ এর গো এডিশন
 • ১।৪০ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
 • র‍্যাম ১ জিবি; ৮ জিবি রম
 • বিএসআই সেন্সর যুক্ত ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (সাথে ফ্ল্যাশ)
 • বিএসআই সেন্সর যুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (সাথে সফট ফ্ল্যাশ)
 • ২০৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি

এই ছিল ওয়ালটন এর  তিনটি বাজেট ৪জি কানেকটিভিটি সাপোর্টেড স্মার্টফোন যা আপনার ভালো লাগতে পারে। এই সকল স্মার্টফোন এর ভেতর যে ফোনটি আপনার বাজেট এর সাথে মিলে যায় আপনি সেটি বাছাই করে নিতে পারেন। তবে এসব এর ভেতর জিএম৩ আপনি পছন্দের তালিকায় উপরে রাখতে পারেন,শুধুমাত্র এর ক্যামেরা এর জন্য।

Ads by পিসি হেল্প সেন্টার (বাংলাদেশ)

Leave a Reply