বন্ধুরা সবাই ভালো আছেন আশা করছি । অনলাইনে আয় সবাই বিষয়টির সাথে আমরা মুটামুটি পরিচিত ।
মানে হচ্ছে ঘরের মধ্যে বসে আয় ব্যাপার টা অনেক মজার তাই না । আমরা অনেকেই অনলাইনে আয় করা যায় কিভাবে এই বিষয়টি নিয়ে কৌতুহলী । অনলাইনে আয় করা যায় অনেক ভাবে । কিন্তু শুধু আয় করলে হবে না । আয় করা টাকা হাতে পেতে হবে । এই জন্য দরকার টাকা রাখার ব্যাগ বা ওয়ালেট । ওয়ালেট কিন্তু অনেক রকমের হয় কিন্তু আজ আমি আপনাদের সাথে বিটকয়েন রাখার একটি নতুন ওয়ালেটের সম্পকে ও তার সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো ।চলুন শুরু করি প্রথমে নিচের লিঙ্ক থেকে আপনার ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করুন ।
এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন,
তারপর এপটি ডাউনলোড করুন ।
ডাউনলোড হয়ে গেলে এপটি ওপেন করুন এবং যে ফোন নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন তা ব্যবহার করে আর ইনভাইট কোড ZGF4AE এটা ব্যবহার করে সাইন আপ করুন । ইনভাইট কোড ব্যবহার করে আপনি দশ হাজার শতোশী বোনাস পাবেন মানে ৫০ টাকা এর মত । সাইন আপ সম্পন্ন করা হলে লগ ইন করবেন ।এখন আসি কজের কথায় ওয়ালেট টি অন্য সব ওয়ালেট থেকে আলাদা এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি । আলাদা বলতে সব ওয়ালেট এর মত একই শুধু একটু ব্যাতিক্রম । আমরা যে বিটকয়েন যেসব ওয়ালেটে রাখি তাতে আমরা কিন্তু কোনো প্রকার লাভ পাই না। কিন্তু এই ওয়ালেট টি লাভ দেই । তাই বলছি দ্রুত রেজিস্টার করুন আর বুজে নিন ০•০০০১ বিটকয়েন । দেখা যাবে এই বিটকয়েন একটা বড় আমাউন্টে গিয়ে দাঁড়াবে । চাইলে কিছু বিটকয়েন এই ওয়ালেটে রেখে দিতে পারেন ।অনেকেই আছেন ইনভেস্টমেন্ট করে আয় করি সেখানে ধরা খাওয়ার একটা ভয় থাকে তার থেকে এই ওয়ালেট টি ব্যবহার করুন ধরা খাওয়ার কোন ভয় থাকবে না লাভ এমতেই আসবে কোন স্কাম সাইটে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পরবে না ।
https://youtu.be/AA__VlPcu34
যারা বুঝতে পারছেন না তারা এই ভিডিওটির সাহায্য নিতে পারেন
আজ এখানে শেষ করছি সবাই ভাল থাকবেন ।