আপনি যদি  মাইক্রোসফট Windows 10 ব্যবহার করে থাকেন তাবে নিশ্চয়ই খেয়াল করেছেন যে, এই অপারেটিং সিস্টেমটি নিজ থেকেই সফটওয়্যার আপডেট ডাউনলোড করে নেয়।

কিভাবে খুব উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করবেন তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করে প্রমাণ সহ দেখুন শিখুন- ভিডি ্ও
>এখানে দেখুন<<

মাইক্রোসফট যখনই Windows 10 এর নতুন কোনো আপডেট রিলিজ করে, তখন ব্যবহারকারীকে না জানিয়েই ডিফল্টভাবে Windows 10 সেই আপডেটগুলো ডাউনলোড করে নেয়। যদিও আপডেটেড ওএস ব্যবহার করা ভাল, কিন্তু অনেক সময় এ কারণে অত্যাধিক পরিমাণ ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়।
যাদের ইন্টারনেট ডেটা সীমিত তাদের জন্য এটা বেশ দুশ্চিন্তার কারণ। অনেক সময় আপডেট ইনস্টল করার জন্য পিসি রিস্টার্ট নেয় এবং আপগ্রেড করার জন্য সময়ক্ষেপণ করে। Windows 10 এর সেটিংস থেকে অটোম্যাটিক আপডেট বন্ধ করার সরাসরি কোনো অপশন নেই। কিন্তু একটু কৌশল খাটিয়ে আপনি সহজেই Windows 10 এর অটো আপডেট বন্ধ করে রাখতে পারবেন।

ভালো মনে হলে চ্যানেলটি subscribe করুন

 

https://youtu.be/SmtX05S_bCA