হ্যাল গায়েস আপনারা সকলি কেমন আছেন আশা করি ভাল আছেন । আজকে আমি আলোচনা করবো ফেসবুক পেইজের ভিডিও Monetization নিয়ে । ফেসবুক পেইজের ভিডিও  Monetization অন করার জন্য ফেসবুক থেকে কি কি শর্ত আমাদের পূরন করতে হবে  এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।

ফেসবুক তাদের ব্লক পেইজে একটি নিউজ আপডেইট করেছে ২৯শে আগস্ট ।

এখানে ফেসবুক তাদের ভিডিও মনিটাইজেশন নিয়ে যা বলেছে তা হল …  এখানে ক্লিক করেও সাইটে যেতে পারবেন

 

আমাদের ফেসবুক পেজটিতে ১০ হাজার ( ফলোয়ার/লাইক )থাকতে হবে । পেজজের ভিডিওগুলি ৩ মিনিটের উপরে থাকতে হবে । আর এই ভিডিওগুলোর ভিউ সংখ্যা থাকতে হবে ৩০ হাজারের উপরে । ১ মিনিটের উপরে ভিডিও দেখেছেন এমন ৩০ হাজার মানুষ থাকতে হবে । মানে ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে । আর এই শত গুলো লাস্ট ২ মাসে পূরন করতে হবে । এরপরে নিচে আরেকটি শত হল –  কান্টি পারমিশন । ফেসবুক থেকে কোন কোন দেশে মনিটাইজেশন অন করেছেন তা আগে জেনে নিতে হবে ।

 

এখন কথা হল আমরা কিভাবে জানবো ফেসবুকের এই শর্তগুলো আমাদের আমাদের পূরন হয়েছে কিনা । এই শত্ জানার মন্য আমরা –

Eligibility তে  থাকা  check their eligibility and get started here. এখানে ক্লিক করে দিব ।

এরপরে আমরা একটু নিচে চলে আসবো

এখানে বামপাশে দিকে আমাদের ফেসবুক আইডীতে থাকা সব কয়টি পেইজ দেখতে পারবো । এর ডানপাশে আমরা, ফেসবুক পেইজ থেকে দেওয়া মনিটাইজেশন অন করার শর্তগুল , আমাদের কত % পূরন হয়েছে তা দেখতে পারবো ।


তো বিউয়ার ফেসবুকের ভিডিও  Monetization নিয়ে আমার একটি ভিডিও রয়েছে । আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন ।  সেখান থেকে হয়তো আপনারা একটু ভালভাবে বুঝতে পারবেন ।

আর কিছু জানতে চাইলে আমার ফেসবুক আইডির সাথে যোগাযোগ করতে পারেন

ফেসবুক – https://www.facebook.com/act.shamul

ইউটিউব – https://www.youtube.com/channel/UCrBNbHj020JVJC4uqYS1vLg