সবাই ভালো আছেন আশা করছি
আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারণ মাইনিং সাইট । সাইট টিতে ফ্রিতে ও ইনভেস্টমেন্ট এর মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে ।

অনেকেই হয়তো পরিচিত সাইট টিতে । অনেকেই পেমেন্ট পেয়েছে সন্তুষ্টি হয়েছে । সাইটের কাজ বলতে তেমন কিছুই নাই প্রথমে রেজিস্টার করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন।
রেজিস্টার করতে ক্লিক করুন।

রেজিস্টার করা খুব সহজ আপনাদের ইথারিয়াম আড্রেস দিয়ে আর মনমতো পাসওয়ার্ড দিয়ে স্টার্ট মাইনিং প্রেস করুন ব্যাস হয়ে গেল একাউন্ট্ । তারপর অটো মাইনিং হতে থাকবে আপনাকে কিছুই করতে হবে না ।
আপনি যদি বেশি বেশি আয় করতে চান সেটি আপনি ইনভেস্টমেন্ট এর মাধ্যমে করতে পারেন ।
যেহেতু ফ্রিতে আয়ের সুযোগ রয়েছে সেহেতু আমি বলবো ইনভেস্টমেন্ট না করাই ভালো ইনভেস্টমেন্ট করলে পেমেন্ট দ্রুত পেতে সুবিধা হয় আর বেশি ইনকাম করা যায়।

যাইহোক আমরা ফ্রি এর মধ্যে থাকার চেষ্টা করবো ফ্রিতে বললে ভুল হবে আবার ভুল হবে না কারণ আমি বা আপনি ১ টাকা একজনকে দিতে গেলেও ১০ বার ভাবি ঠিক কম্পানি আমাদের কেন টাকা দিবে এমনি এমনি যদি আমরা কম্পানির জন্য কিছুই না করি তেমন কিছু করার নেই ১০ থেকে ১৫ জন কে রেফার করতে হবে মাত্র কম্পানির জন্য ।
মিনিমাম পে-আউট 0•1 ইথারিয়াম। অনেক সময় দেখা যায় যে পেমেন্ট পেন্ডিং থাকে অনেক প্রেসার এর জন্য।
সে সময় করতে হবে যে ক্যানসেল করে পূনরায় পে-আউট করতে হবে যাতে নিচে চাপা পরা আপনার পে-আউট অনুরোধ টি সক্রিয় হয়ে ওঠে । বন্ধরা অনলাইনে আয়ের জন্য প্রচুর প্রচেষ্টা আর ধৈর্য্য প্রয়োজন বন্ধরা সবাই ভাল থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই শেষ করছি ।