আসসালামু আলাইকুম,

আমার পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আসেন। এটা আমার প্রথম পোস্ট,আশা করি যারা ফ্রীলাঞ্চিং করেন তাদের অনেক হেল্প হবে।

আমি একটি ফ্রীলাঞ্চিং সাইট  (promoddy)এ কয়েকদিন আগে সাইন আপ করেছিলাম এবং সেখানে আমি একটি  জব টিউন করেছিলাম।সাইটটিতে সবকিছু বেশ সুন্দর করে দেয়া আছে। আমার ভাল লাগে সাইটটি তাই আমি একটি জব টিউন করেছিলাম।

এরপর এই সাইট এর এডিমিন এর সাতে আমি কথা বলেছিলাম এবং উনি যেভাবে আমকে সবকিছু করতে বললেন আমি টিক সেভাবেই আমার একটা জব টিউন করে ফেলি। মজার বেপার হল যে জব টিউন করার কিছু দিন পরেই Buyer আমাকে Knock দেয় এবং Buyer এর সাতে আমার কাজের জন্য 12 ডলার এর কথা হয়।

তাই আপনিও একটি জব টিউন করে রাখতে পারেন। যেটা আপনার জন্য অনেক বেশি ভাল হবে কারন এখানে Buyers রা অনেক অ্যাক্টিভ।

আমি চাই যে আপনারা যারা ফ্রীলাঞ্চিং করেন তারা এই সাইট এ জইন করে একটি জব টিউন করেন রাখেন। জাস্ট সাইট এ জইন করে একাটি করে জব টিউন করবেন লাইক ফাইবার এর গিগ করার মত।
image

সাইট টি তে জইন করতে ভিজিট করুন https://www.promoddy.com/

বন্ধুরা আজ এই পর্যন্ত, আগামিতে ভালো কিছু পেলে আমি আপনাদের সাতে শেয়ার করব।আমি বিশ্বাস করি যে আমরা যারা ফ্রীলাঞ্চিং করি তারা একে অপরকে হেল্প করতে পারলে সবার খুব ভালো হবে।

আপনাদের জন্যও শুভ কামনা রইলো এবং আমার জন্য দোয়া করবেন। ভাল থাকবেন সবাই।

সুসান্ত