এইচটিএমএল হল একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজে।এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে (Hyper Text Mark Up Language )বলা হয়।এইচটিএমএল(HTML) এর অর্থ হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে (Hyper Text Markup Language) ।

এটি দিয়ে একটি ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয়। আর এইচটিএমএল(HTML) কত গুলো ট্যাগ এর সমন্বয়ে গঠিত, যা কোন ওয়েব পেইজের Markup (মার্কআপ) তথা কাঠামো গঠন করে অর্থাৎ এই মার্কআপ(Markup) ট্যাগ এর কাজ হল কোন ওয়েব পেইজ এর বিভিন্ন ইলিমেন্ট কিভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করা।এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হচ্ছে এইচটিএমএল ৫ । এতে নতুন অনেক ফিচার যোগ করা হয়েছে ।

এইচটিএমএল শিখতে যে শব্দগুলি ভালভাবে জানা দরকার হবে —-

এইচটিএমএল এলিমেন্ট (Element)
এইচটিএমএল ট্যাগ (Tag)
এইচটিএমএল অ্যাট্রিবিউট (Attribute)

আমাদের অফিসের ঠিকানা: এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট । ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা) (লিফটের ৫ , হাতের বামদিকে) ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫।