অধিকাংশের মতে অনলাইনে ক্যারিয়ার গড়তে ১ থেকে ২ বছর সময় লাগে। কথা ১০০% সত্য ,কিন্তু আপনি হয়তো জানেন না বেশির ভাগ মানুষ সঠিক গাইডলাইন, ধৈর্য ও কঠোর পরিশ্রম করে, নিজেকে দক্ষ করে ,৩ থেকে ৬ মাসের মধ্যেই
করে ফেলে। তাই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এই ৫ টি বিষয় মাথায় রাখতে হবে।
১) পরিশ্রম
২) ধৈর্য
৩) সঠিক গাইডলাইন
৪) সময়
৫)নিয়মিত চর্চা
এই বিষয় গুলা মাথায় রেখে একজন বিগিনার যদি কাজ শিখে শুরু করে ,তাহলে সে নিজে ভালভাবে কাজ শিখে কাজ করতে পারবেন।
অনালাইনের যেকোনো বিষয়ে ফ্রি পরামর্শ নিতে আজই চলে আসুন আমাদের এক্সটেন্ট আইটি ইনস্টিটিউটে।
আমাদের অফিসের ঠিকানা : এক্সটেন্ট আইটি ইনস্টিটিউট।
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা) (লিফটের ৫ এর হাতের
বামদিকে) ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫।
যে কোন প্রশ্নের জন্য কল করুন:০১৬৩২৫৪৯৪৯৫, ০১৫১১৪১৭৫১০, ০১৫১১০০৯৫৯৩, ফোন নাম্বার: ০২-৯১১৯১৬৪।