আমাদের দেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ডেইলি কাজের রুটিন মাফিক নয় , আনলিমিটেড ব্যবহার করছি হিসেবে,সে অনুযায়ী ফেইসবুক হতে পারে আপনার পণ্য বা কোম্পানির প্রচারের প্রধান হাতিয়ার।
বর্তমানে ২ কোটি ৩০ লক্ষ এর বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুক এ এবং প্রায় ১৭ (১৬ কোটি ৫০ লক্ষ – ২০১৭) কোটি জনসংখার দেশে ২ কোটি ফেসবুক ব্যবহারকারী, যার প্রায় ৭৫% ঢাকা বিভাগ এর এবং প্রায় ৬০% ১৮-৩৪ বছর বয়সের।প্রায় ৫০% ফেসবুক ব্যবহারকারী প্রাপ্ত বয়স্ক, তাদের পছন্দ অপছন্দ এর কথা ভেবে আপনার পণ্য বা কোম্পানির কনটেন্ট তৈরি করুন এবং ৬০% ফেসবুক ব্যবহারকারী কোন নতুন ডিজাইন বা নতুন পণ্য বা কোন ভালো অফার এর জন্য ফেসবুক পেজে লাইক দিয়ে থাকে বা ফলো করে থাকে।
এই সব কথা চিন্তা করে আপনি আপনার কোম্পানির জন্য বিভিন্ন ধরণের পোস্ট করে প্রচার করতে পারেন।পোষ্ট এর রিচ নিয়ে কথা বলাটা জরুরী। ছোট পোষ্টের রিচ অনেক ক্ষেত্রেই বেশি হয়। কিন্তু বড় পোষ্ট কোনভাবে ব্যবহারকারী এর প্রয়োজনীয় কোন বিষয় নিয়ে হয় বা কোন শিক্ষামূলক কিছু হয় বা মজার কোন তথ্য হয়, সে ক্ষেত্রে বড় ছোট পোষ্ট এর কোন বিষয় এখানে কাজ করে না।ছবি যুক্ত পোষ্ট এ ট্রাফিক অনেক বেশি হয়।
শেখ বিল্লাল হোসাইন
ডিজিটাল মার্কেটের
এক্সটেন্ট আইটি ইনস্টিটিউট