আপনারা সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভাল আছেন।

অনলাইন থেকে আয়ের ৩য় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।

গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আমার কিভাবে একটি ফাইবার একাউন্ট সাজাতে  পারি।

যারা আমার গত পর্ব গুলো পড়েননি তারা দয়া করে ভাল করে বুঝার জন্য পরে নিন।

অনলাইন থেকে আয় করুন সহযে। [পর্ব-০১] :: ফাইবার একাউন্ট খুলার পদ্ধতি।

অনলাইন থেকে আয় করুন সহযে। [পর্ব-০2] :: কিভাবে ফাইবার একাউন্ট সাজাবেন।

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কি ভাবে আমাদের ফাইাবারে সঠিক ভাবে গিগ দিতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।

এটা আমি অনেক বিস্তারিত ভাবে আলোচনা করেছি। তাই আমার মনে হয় আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে ভালভাবে বুঝতে পারবেন।

https://youtu.be/4SWDOd9Ny2Y

আরো নতুন ভিডিও পেতে, মন চাইলে আমার চ্যানেলটিতে সাবসক্রাইব করুন।

ফাইবারে গিগ দেয়ার জন্য আপনাকে ছয়টি  ধাপে গিগ সাজাতে হবে।

যা নিচের চিত্রে আমি দেখিয়েছি।

এই ছয়টি ধাপ করার সাথে আরো কিছু কাজ আছে যা লিখে বুঝানো কঠিন, তাই ভিডিও আকারে দিয়েছি।

আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট করুন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব।

এরপরের  পর্বে দেখানো হবে কি ভবে বেশী পরিমানে গিগ বিক্রি করতে পারি।

সব শেষে টাকা উত্তোলন নিয়ে আলোচনা।

শেষ করছি, আর এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন, আমি উত্তর দেয়ার চেস্টা করব।

ভাল থাকবেন। বিদায়।