আসসালামুওলাইকুম।
সবাই কেমন আছেন…????
আজ আমি আপনাদের সাথে একটি অনলাইন আরণিং সাইট নিয়ে কথা বলব। আসলে আমি একজন ভাল টিউনার না তবুও টিউটোরিয়াল টি লিখলাম। যদি কোন ভুল করে থাকি তাহলে হ্মমা করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়াল টিতে আশি।
অনলাইন আরণিং সাইট হিসেবে বাংলাদেশে খুব জনপ্রিয় পেয়েছে earnstations.com । বাংলাদের অনেক মানুষ এই সাইটিতে কাজ করছে আর তারা ঠিকমত প্রেমেন্টও দিচ্ছে এই নিয়ে কোন সন্দেহ নেই। আর সব থেকে বেশী সুবিধা হল প্রেমেন্ট আমরা বিকাশে নিতে পারি। ব্যাং এর কোন ঝামেলা নেই। আর মজার বেপার হল এই সাইটটিতে আহামরি কোন কাজ না। শুধু ৩ মিনিট করে ভিডিও দেখলেই তারা টকা পাবেন। বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
আর মনে রাখবেন আইডি খোলার সময় রেফারেল আইডি দিবেন।
রেফারেল আইডিঃ 15093753172023 এখান থেকে কপি করে নিন।
https://youtu.be/3_prVgf02lA