এই বসন্তে পিকাসা ফটো স্টোরেজ সার্ভিসে সবধরণের সহায়তা প্রদান বন্ধ করে দিবে গুগল। এক ব্লগ পোস্টে শনিবার এ ঘোষণা দেয় গুগল।

এই বসন্তে পিকাসা ফটো স্টোরেজ সার্ভিসে সবধরণের সহায়তা প্রদান বন্ধ করে দিবে গুগল। এক ব্লগ পোস্টে শনিবার এ ঘোষণা দেয় গুগল। মার্চের শুরুতে পিকাসা ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দিবে প্রতিষ্ঠানটি। আর মে মাস থেকে পিকাসা ওয়েব অ্যালবামগুলো এডিট করা যাবে না। অবশ্য, পিকাসার পরিবর্তে গুগল ফটোস অ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি জানায়, কারো যদি পিকাসা অ্যাকাউন্ট থাকে, ‘তবে গুগল ফটোসে ঢুকে খুব সহজেই তারা তাদের ছবি এবং ভিডিওগুলো খুঁজে পাবে এবং ওখান থেকেই ওগুলো এডিট এবং শেয়ার করতে পারবে।’ কিন্তু যারা গুগল ফটোস ব্যবহার করতে চান না, তারা ওয়েবসাইটে পিকাসা অ্যালবাম থেকে ছবি ডাউনলোড অথবা মুছে ফেলতে পারবেন। গুগল ২০০৪ সালে পিকাসাকে কিনে নেয়। সেসময়কার জনপ্রিয় ওয়েবসাইট ইয়াহু এবং মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতায় নামতে পিকাসাকে অধিগ্রহণ করে প্রতিষ্ঠানটি। ঐ একই বছর ইয়াহু ফ্লিকরকে অধিগ্রহণ করে যদিও ফ্লিকরকে সাম্প্রতিক সময়ে দাঁড় করাতে ভালোই বেগ পোহাচ্ছে ইয়াহু।

সূত্র: দ্য ভার্জ