আসসালামুআলাইকুম, আমি মঈন। প্রতিবারের মত এবার আপনাদের শেয়ার করছি দারুন কিছু প্রিমিয়াম সফটওয়্যার। এবারের সফটওয়্যারটির নাম হচ্ছে Advanced System Care Pro। যা কম্পিউটারের জন্য খুব জনপ্রিয়। এটি একটি প্রিমিয়াম সফটওয়্যার যা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু প্রিমিয়াম সফটওয়্যার হওয়াতে সফটওয়্যারটি কিনে ব্যবহার করতে হয়। তবে আমি আপনাদের সাথে এই সফটওয়্যারটির Cracked ভার্সন শেয়ার করছি সম্পূর্ণ ফ্রিতে। সফটওয়্যারটির লেটেষ্ট ভার্সন Advanced SystemCare Pro.9.0.3.1078। সফটওয়্যারটির সাইজ হচ্ছে ৩৮ মেগাবাইট।
এখানে ক্লিক করে Advanced System Care Pro ডাউনলোড করে নিন।
ডাউনলোডের পদ্ধতি :
১. প্রথমে উপরের ডাউনলোড লিংকে যান।
২.তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৩.তখন আপনার ব্রাউজারের নতুন ট্যাবে একটি নতুন পেইজ চালু হবে। ৪ সেকেন্ড অপেক্ষা এবং Continue বাটনে ক্লিক করুন।
৪.তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
Advanced SystemCare Pro.9.0.3.1078 এর Screenshot দেখুন:
ইনষ্টলের পদ্ধতি:
১.প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করুন।
২.আপনার ডাউনলোড করা ফাইলগুলো আনজিপ করুন।
৩. Advanced SystemCare Pro সেটাপ(advanced-systemcare-setup.exe) ফাইল ইনষ্টল করুন।
৪.Patch ফোল্ডার থেকে ফাইলে Block.bat ফাইলে ডাবল ক্লিক করুন।
৫.ASC License.txt থেকে লাইসেন্স Key দিয়ে Advanced SystemCare Pro অ্যাক্টিব করুন।
এখন ইন্টারনেট কানেকশন চালু করতে পারেন কোন সমস্যা নেই। দেখুন আপনার কম্পিউটারে Advanced SystemCare Pro ফ্রিতে অ্যাক্টিব হয়ে গেছে।
অন্যান্য টিউনগুলো :
Kaspersky Internet Security 2016 ফুল ভার্সন ডাউনলোড
Virual DJ 8 Pro ফুল ভার্সন ফ্রিতে ডাউনলোড
অ্যাক্টিব করে নিন Windows 10 & Offlice 16 ফুল ভার্সন
প্রয়োজনীয় ফাইল গোপন রাখুন Folder Protector দিয়ে
আপনার ব্লগ বা ওয়েবসাইটে এর মাধ্যমে টাকা আয় করুন 100% গ্যারান্টি
নিয়ে নিন Avast Internet Security 2016 with license key
youtube এর ভিডিও download করুন খুব সহজে Youtube Downloader (YTD) দিয়ে।
vi techtunes er post link na dea, apnar ai site er purber post er link gula din.