আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই??? আশা করি সবাই ভালই আছেন। আর আমার মুসলিম ভাইদেরকে জানাই রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সঠিকভাবে সবকটি রোজা পালন করছেন। আর পরবত্তী রোজা গুলো একাইভাবে পালন করবেন। আজকের টিউনের টাইটেলটা নিশ্চয় দেখছেন। তো চলুন টিউনে ফিরে যাই।

ফুটবল খেলাটা হয়ত অনেকেরই পছন্দ আবার অনেকেরই অপছন্দ। তবে বেশিরভাগ মানুষেরই এই খেলাটি পছন্দ করেন। আর সাম্প্রতিক আমেরিকাই কোপা আমেরিকার কাপ খেলা শুরু হয়েছে যা অনেকেই পছন্দ করেন। কিন্তু হয়ত অনেক সমস্যার কারনে অনেকেই খেলাটা দেখতে পারছেন না। তাই আজকে আপনাদের জন্য আজকে আমার সমাধান।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি অ্যাপস যা দিয়ে আপনি সরাসরি কোপা আমেরিকান এর সকল খেলা সরাসরি দেখতে পারবেন। তাহলে এখান থেকে ডাউনলোড করুন।

যেসব সুবিধা পাবেন এই অ্যাপসেঃ

– এই অ্যাপস দ্বারা আপনি খেলার সময়সূচি গুলো দেখতে পারবেন।

– সকল খেলার ফলাফলগুলো খুব সহজে দেখতে পারবেন।

– আপনি যদি স্কোর দেখতে চান তাহলে স্কোর আর যদি সরাসরি খেলা দেখতে চান তাহলে সরাসরি খেলা দেখতে পারবেন।

– সরাসরি খেলা দেখতে হলে ৩জি অথবা ২জি এর কোন প্রয়োজন হবে না।

– ২জি তে কোন বাফারিং ছাড়াই সরাসরি খেলা দেখতে পারবেন।

এছাড়া আরও অনেক সুবিধা পাবেন এই অ্যাপসটিতে তাই দেরি না করে এখনি অ্যাপসি ডাউনলোড করুন। আর উপভোগ করুন সরাসরি কোপা আমেরিকার সব ম্যাচগুলো।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।

MY Site: http://trickround.com