আসসালামুআলাইকুম।অনেকে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আমাদের দেশ ইন্টারনেট খরচ অনেক বেশী।সুতরাং কিছু কাজ করে ইন্টানেটের খরচ যোগাতে পারেন।এমন একটি কাজ হচ্ছে লিংক ছোট করে আয় করা।

 

মনে করুন আপনি একটা গুরুত্বপূরণ সংবাদ অনলাইনে দেখেছেন এই সংবাদটির লিংক টা ছোট করে আপনি বন্ধুদের সাথে শেয়ার করে আয় করতে পারেন।

যেমন:

1.আমি www.bdnews.science এই সাইট এ গুরত্বপূর্ণ একটা সংবাদ দেখলাম।

 

2.এই লিংক এ গিয়ে আগে রেজিষ্টার করুন।তারপর নিচের Screenshot অনুযায়ী www.bdnews.science এই সাইটাকে বক্স এই লিকে Shrink it এ ক্লিক করলাম।(আপনি যে কোন সাইটকে Shorten url করতে পারবেন)

A1

 

3.আমাকে www.bdnews.science বদলে http://p.pw/bae4yI এই লিংক টা দিল।

 

4.কেউ যদি http://p.pw/bae4yI লিংকটাতে Visit করলে www.bdnews.science সাইটাতে চলে যাবে।

 

5.কাঙ্কিত পরিমান Visitor http://p.pw/bae4yI লিংকটাতে করলে আপনি টাকা আয় করতে পারবেন।

 

**যে কোন লিংককে আপনি ছোট করে আয় করতে পারবেন।

**$5 হলে আপনি টাকা নিতে পারবেন।