আসসালামুআলাইকুম। অাশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে ভাল আছি।
অনেক দিন হল আপনাদের জন্য কোন পোস্ট করা হয় না। আসলে ব্যস্ততার কারণে সময় হয়ে উঠে না।
তারপর ও আজ একটু সময় করে আপনাদের জন্য ছোট এই পোস্টটি করছি। আশা করি আপনাদের কাজে আসবে।
তো এখন অাসি কাজের কথায়। আমরা আমাদের জন্ম সনদ করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদ,পৌরসভা ইত্যাদি কার্যালয়ে যেতে হয়।
তারপর আমাদের জন্মসনদ অামরা হাতে পাই। কিন্তু আমরা যে জন্মসনদ পেলাম সেটা আদৌ আসল কিনা তা অামাদের জানা নাই। যদিও ইউনিয়ন পরিষদ,পৌরসভা কার্যালয় থেকে ভুয়া সনদ দেয় না। তারপর ও আমাদের মনের মধ্যে একটা কিন্তু কাজ করে। তাই অামরা ভাবি যে যদি অামার সনদ টা আমি চেক করে দেখতে পারতাম।
আর হ্যাঁ তাই আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে অাপনি আপনার জন্মসনদ যাচাই করতে পারবেন।
সরকারী ভাবে এই সুযোগ আপনি পাচ্ছেন।
প্রথমে আপনি এই লিংকে যান। তারপর নিচের মতো একটা পেজ আসবে।
এখন অাপনি Birth Registration Number এই ঘরে আপনার জন্ম সনদের জন্ম নিবন্ধন নম্বর টা বসান।
তারপর Date of Birth ঘরে আপনার জন্ম তারিখ বসান । তারপর Verify তে ক্লিক করেন। যদি আপনার জন্ম সনদ আসল হয় তাহলে আপনার সমস্ত তথ্য শো করবে নিচের ছবির মত
আর যদি আপনার জন্মসনদ আসল মানে ভুয়া হয় তাহলে নিচের ছবির মত আসবে
তাহলে এখন থেকে আপনারা ঘরে বসেই আপনার জন্মসনদ যাচাই করুন।
অাজ আর নই। আজকের মত বিদায়। সবাই ভাল থাকবেন। অাল্লাহ হাফেজ।
মানুষ মাত্রই ভুল হয়। লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
অনেক দিন পর আপনার পোষ্ট পেলাম 🙄
ভাই পোস্ট তো করতে চাই কিন্তু মন মত কোন কিছু পাই না। তাই পোস্ট করা হয় না। সবচেয়ে বড় সমস্যা হল সময় হয়ে উঠে না।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
আপনাদের সকল কিছুই আমার কাছে ভন্ডামী মনে হয় ! সহজে তথ্য যাচাই এর পেজে যাওয়া যায় না ! অনেক জটিলতা আছে। জানি না আপনারা কী উপকার করার জন্যে এখানে বসেছেন। আমাদের মাননীয় প্রধানমত্রী ডিজিটাল বাংলাদেশ নিয়ে এতো গর্ব করে আর আপনাদের কাজ গুলো কী দেখতে পায় ? সে দেখলে আপনাদের সকলের চাকরী চলে যেত আমি তাই মনে করি।
মিরপুর / কাউরান বাজার / গুলশান / এমন কী গুলিস্থানে র অফিসগুলতে এনিয়ে বানিজ্য শুরু হয়েছে। তারা সকলের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু কোন রশিদ দিচ্ছে না ! মিরপুরের (২ নং) অফিসে তো মহিলাদের দাপটে কথাই বলা যায় না ?
জন্মনিবন্ধন অনলাইন করতে তারা ৫/৬ শত টাকা নিয়ে থাকে। ঠিক এমন করে আবার কেউ কিছুটা সংশোধন করতে চাইলেও। আমার জানা মতে এগুলতে মাত্র ৩০/৪০ টাকা লাগার কথা ! সর্ব্ব গায়ে ঘাঁ ? মলম লাগাবেন কোথায় ?
ROBIN Roz,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কিন্তু ভাই তা এখানে বললে কোন লাভ আছে বলে আমার মনে হয় না।