teletalk+BORNOMALA+3G+prepaid+package+-telekothon

সবাই আমার সালাম আর আদাব নিবেন। আশা করি সবাই ভাল আছেন । চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসই। আমরা সবাই জানি যে আমদের দেশের একমাত্র নিজস্ব মালিকানাধিন সিম কোম্পানি হচ্ছে টেলিটক । টেলিটক আমাদের জন্য অনেক ধরনের  সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এইত কয়েক দিন আগেই টেলিটক ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত S.S.S অথবা H.S.C পরীক্ষায় GPA 5 প্রাপ্ত দের জন্য ফ্রী সিম সিম দিল। এখন আবার টেলিটক অমর একুশে বই মেলা উপলক্ষে কলেজ এবং বিশবিদ্যালয়  এর ছাত্রছাত্রিদের জন্য মাত্র ৫০ টাকায় সিম দিচ্ছে। এই স্পেশাল সিমের নাম বর্ণমালা

বর্ণমালা সিম কিনলে আপনি যা যা সুবিধা পাবেনঃ

(১) সিম চালু করা মাত্রই ৫০ টাকার টকটাইম, ২৫০ এমবি , ৫০ টা করে S.M.S আর M.M.S

(2) স্পেশাল 3G অফার মাত্র ৭০ টাকায় ৬০০ এমবি, ১৩০ টাকায় ১ জিবি, ৪০০ টাকায় ৫ জিবি।

(৩) প্রতি ৩০ টাকা রিচার্জে ৩০ মিনিট টকটাইম, ৩০ এমবি, ৩০ টি S.M.S এবং M.M.S.

 

সিমটি কিনতে হলে যা যা করতে হবেঃ

 

(১) টেলিটক এর ওয়েভ সাইটে অথবা একুশে বই মেলায় টেলিটক এর স্টলে গিয়ে একটি ফরম পূরন করতে হবে।

(৩) সিম তোলার তারিখ আপনার মোবাইলে S.M.S এর মাধ্যমে আসবে।

(২) সিম তোলার দিন কলেজের আইডি কার্ডের ফটোকপি, আপনার দুই কপি ছবি, অনলাইন অথবা বইমেলায় পূরনকৃত ফরম এর ফটোকপি এবং আপনার ভোটার আইডির ফটোকপি সাথে আনতে হবে।

 

এখন কিছু সমস্যার সমাধান করে যাই । যদি আপনার ভোটার আইডি না থাকে তাহলে আপনি আপনার বাবা/মা/চাচ/চাচী/খালা/খালুর নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনি আপনার সিম কোন জায়গা থেকে তুলতে চান তা  ফরম পূরনের সময় লেখা থাকবে ওইখানে আপনি আপনার শহরের নামের বক্সে “Yes” লিখবেন।

 

পোস্টটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। এরকম আরো সিম অফার , টেক নিউজ জানতে আমাদের ওয়েভ সাইট টেকভয়েসবিডি তে আসতে পাড়েন। সবাই ভাল থাকবেন।