প্রথমে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি।সবাই কেমন আছেন আসা করিভালোই আছেন।
আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোছনা করব
অনেকেই হইতো এই বিষয় নিয়ে আলোচনা করেছে কীন্তু আমি বলছি যারা জানেন না তাদের জন্য ।
তাহলে শুরু করি ।প্রথমে Double click<my computer< tools<folder options<view এ গিয়ে
1. Show hidden files and folders-off
2. Hide extensions for known file types-ON
3. Hide protected operating system file (recommended)-on
এই লেখার বামপাশের বক্রের থেকে ঠিক চিহ্ন গুলো উঠিয়ে দিন ।
তারপর Apply এবং OK দিন।এবার আপনি দেখেন আপনার ছবিতে পুরো নাম rename করে dot বা (.)চিহ্ন দিয়ে jpg, png, bmp, ico ইত্যাদি যেই ফরমেট দিবেন সেই ফরমেট হবে ।এভাবে আপনি video, audio ইত্যাদি ফরমেট ইচ্ছা মতো দেওয়া যায় ।কাজ শেষে আগের জায়গায় গিয়ে Restore Defaults এ ক্লিক করে Apply এবং OK দিয়ে বেরিয়ে আসুন ।
ওহ ভাই খুব সুন্দার হয়েছে, অসংখ্য ধন্যবাদ, আমাদের এতো সুন্দার একটি টিপস্ উপহার দেয়ার জন্য, আপনার কাছ থেকে এই ধরণের পোষ্ট আরো আশা করি।