বন্ধুরা কেমন আছেন সবাই আসাকরি ভালোই আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদেকে দারুন এবং মজার একটি গেমস্ শেয়ার করব। তবে হে এই গেমটি খেলতে কোন সফওয়্যার ইন্টল করা লাগবে ন‍া।বাংলাদেশের এই প্রথম একমাত্র সার্চ ইঞ্জিন পিপীলিকা ডটকমের হোম পেজে দেয়া হয়েছে একটি গেম। যেখানে আপনি ক্লিক করে করে রাজাকার মারতে পারবেন। আপনি রাজাকার মারতে পারলে পাবেন ২০ পয়েন্ট। খেলাটি খুবই সহজ কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপনার ভূলে কোন মুক্তি যোদ্ধা, সাধারণ মানুষ, বিরঙ্গা নারী যেন না মরে। হানাদারদের মারতে গিয়ে যদি সাধারণ মানুষের গায়ে আঘাত করুন তাহলে কাটা যাবে ৫০ পয়েন্ট। রামীণফোন আইটির সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছে পিপীলিকা নামের এ সার্চ ইঞ্জিনটি।

গেমটি খেলতে ক্লিক করুন–   www.pipilika.com

পোষ্টটি ভালো লাগলে নিচের লিংক থেকে ঘুরে আসুন

www.techspotbd.com

pipilika