অনেক সময় আমরা, ল্যাপটপ বা কম্পিউটার থেকে iso এক্সটেনশন এর ফাইল পেনড্রাইভে নিতে পারিনা।
যেমন , বিভিন্ন প্রকার ড্রাইভার প্যাক, উইন্ডোজ ফাইল ইত্যাদি ।
পেনড্রাইভে নিতে গেলে Error লেখা আসে ।
সে ক্ষেত্রে করনীয় হলো।
১/ পেনড্রাইভে পর্যাপ্ত জায়গা  শনাক্ত করা।

২/ পেনড্রাইভের ফাইল সিস্টেম চেক করা। ( ফাইল সিস্টেমের কারনে এমন হয়ে থাকে  )।
পেনড্রাইভে বা মেমরীতে ফাইল সিস্টেম FAT32 (default ) দেয়া থাকে ।
৩/ ফাইল সিস্টেম FAT32 থেকে NTFS এ পরিবর্তন করে নিতে হবে ।
কাজ ওকে ।
এবার যেকোনো ISO ফাইল নিতে পারবেন কম্পিঊটার থেকে ।
দোয়া করবেন আমার জন্য । যেন ভালো কিছু করতে পারি।

যেকোনো প্রয়োজনে ,
ফেসবুকে আমি…………।।
facebook.com/sa.suvosheikh