আসসালামু আলাইকুম!
আশাকরি সবাই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি।
টাইটেল দেখেই আপনারা হয়ত বুঝে গেছেন পোষ্টের টপিক কি।
এখন প্রায় আমাদের সবারই বিকাশ একাউন্ট আছে,বিকাশ তাদের অগ্রগতির কথা ভেবে একের পর এক অফার,ডিসকাউন্ট ইত্যাদি দিচ্ছে।
এর মধ্য থেকে একটি অফার আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি সবার ভাল লাগবে।
আগেই বলে রাখি এই অফারের বোনাস শুধুমাত্র তারাই পাবেন যারা এখনো বিকাশ অ্যাপ ব্যাবহার করেন নি। মূলত বিকাশ তাদের অ্যাপ ব্যাবহার করার জন্য উৎসাহ জাগাতে এই অফার করেছে।
আপনি যদি বিকাশ অ্যাপ ব্যাবহার না করে থাকেন তাহলে দুটি ধাপ পুরন করে ৫০ টাকা ফ্রি পেতে পারেন। অফার টি ৩০ এ নভেম্বর পর্যন্ত ছিল, এখন মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
যাদের এখনো সন্দেহ হচ্ছে তারা নিচের স্ক্রিনশট টি দেখে নিন
প্রমাণত দেখলেন এখন দেখেনিন কিভাবে বোনাস টি পাবেন
প্রথম ধাপ :-
সর্বপ্রথম এই লিংকে গিয়ে আপনার বিকাশ নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।(অফারটি পেতে হলে আগে অবশ্যই এই লিংকে গিয়ে বিকাশ নাম্বার টি সাবমিট করতে হবে,লিংকে Sing Up না করে ডাইরেক্ট প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড দিলে বোনাস টি পাবেন না)
আপনার নাম্বার দেওয়ার পর ক্যাপচা পূরণ করে সাবমিট এ ক্লিক করেন।
তারপর
এরকম স্ক্রিন আসবে এখানে আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন তাহলে প্লেস্টোর আর আইফোন/IOS ইউজার হলে অ্যাপ স্টোর ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে প্লেস্টোরে বিকাশ অ্যাপ এ নিয়ে যাওয়া হবে আপনি অ্যাপ টি ইন্সটল করেন।
২য় ধাপ:-
ইন্সটল করার পর আপনার বিকাশ নাম্বার, পিন দিয়ে লগিন করবেন।
তারপর আপনার নাম, ছবি দিবেন।
সব কমপ্লিট হলে এরকম আসবে
এখন আপনার কাজ হল বিকাশ অ্যাপ এর মাধ্যমে যেকোনো একটি আউটগোয়িং লেনদেন করা।
এজন্য যেকোনো নাম্বারে ১০ টাকা রিচার্জ করেন তাহলেই হবে। আপনার নিজের নাম্বারে করলেও সমস্যা নেই।
রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ অপশনে গিয়ে
প্রিপেইড সিলেক্ট করে নাম্বার-এমাউন্ট-পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন তাহলেই হয়ে যাবে।
সবকিছু ঠিকঠাক করে থাকলে কয়েকঘন্টার মধ্যে আপনি ৫০ টাকা বোনাস পাবেন।