ফ্রিল্যান্সিং হল স্বাধীনভাবে কাজ করা বা উপার্জন করার একটি পন্থা। এটা এমন এক মাধ্যম যেখানে দেশীয় বাজারকে ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের ও উপার্জনের সুযোগ থাকে। আপনি হতে পারেন একজন গৃহিণী, বা একজন শিক্ষার্থী অথবা একজন পেশাজীবী, কিন্তু এটা এমন এক মাধ্যম যেখানে আপনার কাজের দক্ষতাই কেবল হবে একমাত্র মাপকাঠি, আপনার শিক্ষাগত যোগ্যতা যেখানে মুখ্য বিষয় নয়।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং পেশাতে ক্যারিয়ার গড়ে বেকারত্বের হার বিশাল আকারে কমিয়ে আনাতে বাংলাদেশ যখন কানাডা, ইউকে, চায়নাকে ছাড়িয়ে গেছে, তখন এমনও দেখা যায় অনেকে ফ্রিল্যান্সিং বিষয় সম্পর্কেই স্বচ্ছ ধারনা রাখেন না। ফ্রিল্যান্সিং বিষয়ে স্বচ্ছ ধারনা পেতে আজই চলে আসুন আমাদের এক্সটেন্ট আইটি ইনস্টিটিউটের অভিজ্ঞতার ছায়াতলে।
কোর্স করতে চাইলে কম খরচেই সেরা ট্রেইনারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। কোর্স সম্পর্কিত যে কোন প্রশ্নের জন্য কল করুন:০১৬৩২৫৪৯৪৯৫, ০১৫১১৪১৭৫১০, ০১৫১১০০৯৫৯৩, ফোন নাম্বার: ০২-৯১১৯১৬৪।
অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন।
এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট।
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা) (লিফটের ৫ এর হাতের
বামদিকে) ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আমাদের ফেসবুক পেইজ।