কেমন আছেন সবাই। নিওবাক্স নিয়ে এটা আমার ২য় পোস্ট। আগের পোস্টে আমি নিওবাক্সের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করেছি। আমার এই পোস্টের মূল বিষয় হলো Earning strategy নিয়ে।

যারা এখনো NEOBUX এ অ্যাকাউন্ট করেন নি তারা এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।

আমার আগের পোস্টটিতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এইখানে দেখুন

Payment proof দেখে নিনঃ

তাহলে চলুন শুরু করিঃ

প্রথমেই আপনার যে জিনিসটা থাকতে হবে তা হলো ধৈর্য্য। প্রথম অবস্থায় নিয়মিত সব গুলা অ্যাড ভিউ করুন। এভাবে ১৫-২০ দিন কাজ করার পর আপনার অ্যাকাউন্টে $ 0.6 জমা হবে।

  1. এবার your account এ প্রবেশ করুন-

2. এখন referrals এ যান-

3. অনেকগুলা অপশন দেখতে পাবেন-

আপনি $ 0.6 দিয়ে ৩ টি রেফারেল ভাড়া করতে পারবেন ১ মাস এর জন্য।

MISSION START NOW

Step-1:

আপনি ৩ টা রেফারেল কিনেছেন। ৩ টা রেফারেল প্রতিদিন ৪ করে অরেঞ্জ এড এ ক্লিক করলে আপনি পাবেন

0.005*4*3= $ 0.06 per day

মানে ১০ দিন পর আপনি পাবেন $ 0.6. কোন টাকা ইনভেস্ট না করেই আপনার আয়ের গতি এখন বেড়ে গেল!

Step-2:

এখন আবার ৩ টি রেফারেল কিনুন।

তাহলে এখন আপনার রেফারেল মোট ৬ টি

0.005*4*6= $ 0.12 per day

মানে ৫ দিন পর আপনি পাবেন $ 0.6.

Step-3:

এখন আবার ৩ টি রেফারেল কিনুন।

তাহলে এখন আপনার রেফারেল মোট ৯ টি

0.005*4*9= $ 0.18 per day

এখনই কোন রেফারেল ভাড়া করবেন না, ১৩ দিন অপেক্ষা করুন।

১৩ দিন পর 0.18*13= $ 2.34

Step-4:

এখন $ 2 দিয়ে ১০ টি রেফারেল কিনুন। (ব্যালেন্সে 0.34 বাকী আছে)

তাহলে এখন আপনার রেফারেল মোট ১৯ টি

0.005*4*19= $ 0.38 per day

১০ দিন পর আপনি পাবেন $ 3.8.

মোট $ 3.8+ $ 0.34 (বাকী ছিল) = $ 4.14

এখন $ 4 দিয়ে ২০ টি রেফারেল কিনুন। (ব্যালেন্সে 0.14 বাকী আছে).

এখন আপনার রেফারেল মোট ৩৯ টি

0.005*4*39= $ 0.78 per day

Step-5:

১০ দিন পর আপনি পাবেন $ 7.8.

মোট $ 7.8+ $ 0.14 (বাকী ছিল) = $ 7.94

এখন $ 6 দিয়ে ৩০ টি রেফারেল কিনুন। (ব্যালেন্সে 1.94 বাকী আছে).

এখন আপনার রেফারেল মোট ৬৯ টি

0.005*4*69= $ 1.38 per day

Step-6:

১০ দিন পর আপনি পাবেন $ 13.8.

মোট $ 13.8+ $ 1.94 (বাকী ছিল) = $ 15.74

এখন $ 14 দিয়ে ৭০ টি রেফারেল কিনুন। (ব্যালেন্সে 1.74 বাকী আছে).

এখন আপনার রেফারেল মোট ১৩৯ টি

0.005*4*139= $ 2.78 per day

Step-7:

১০ দিন পর আপনি পাবেন $ 27.8.

মোট $ 27.8+ $ 1.74 (বাকী ছিল) = $ 29.54

এখন $ 28 দিয়ে ১৪০ টি রেফারেল কিনুন। (ব্যালেন্সে 1.54 বাকী আছে).

এখন আপনার রেফারেল মোট ২৭৯ টি

0.005*4*279= $ 5.58 per day

এখন আপনার মোট ২৭৯ টা রেফারেল এবং আপনার দৈনিক আয় $ 5.58

আপনি চাইলে আরও ২১ টা রেফারেল কিনে ৩০০ পুর্ণ করতে পারেন, তাহলে আপনার দৈনিক আয় হবে $6 করে।

কস্ট করে সম্পুর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।