আজ আমরা দেখব কিভাবে একটি অ্যাপের মাধ্যমে মো্বাইর রিচার্জ করবেন। যদি ফ্রিতে ৫০ বা ১০০ টাকা পাওয়া যায় তাহলে খারাপ কি। আজ আমরা যে অ্যাপের মাধ্যেম রিচার্জ করব সেটার নাম হল Vodi. এটা ম্যাসেন্জারের মত ইউজ করেল কয়েন দেয়। ৬৭৭ কয়ন হলে ৫০টাকা রিচার্জ করতে পারবেন। আইডি খোলার সময় Vodi referrel code : MARUF19 এই রেফার কোডটা দিতে ভুলবেন না।
আমি কিছুক্ষন আগে ৫০ টাকা রির্চাজ করলাম।
তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে google play storeযান । তারপর Vodi লিখে সার্চ করুন।
অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনেলাড করুন।
https://apkpure.com/vodi%E2%84%A2/io.miltec.vodi
এবার অ্যাপটি ইনস্টল করুন।
এবার আসুন কাজে আসি।
অ্যাপটি ওপেন করুন।
এবার আপনি আপনার ফোন নাম্বার দিন।
তারপর ভেরিপিকেশন হবে। ৩০ সেকেন্ড এর মত অপেক্ষা করুন।
এরপর আসবে রেফারেল কোড। এখানে আপনি MARUF19 এই কোডটা বসাবেন। আপনি যদি এই কোডটা ব্যবহার করেন তাহেল পাবেন ১০০ কয়েন আর আমিও পাব ১০০ কয়েন। আর যদি রেফারেল না দেন তাহলে আপনিও কিছু পাবেন না আমিও পাব না।
এখন আপনি অ্যাপটির সকল অপশন ঘুড়ে ফিরে দেখুন দেখবেন কয়েন যোগ হচ্ছে।
এভাবে যখন ৬৭৭ কয়েন হবে তখন ৫০ টাকা রিচার্জ করতে পারবেন।
খুব বেশি না ২ ষন্টা ব্যবহার করলেই অনেক কয়েন জমে যায।
আর আপনি যদি আপনার রেফারে অন্য আরেক জনকে আইডি খুলে দেন তাহলে পাবেন ১০০ কয়েন।
এভাবে আপনি ১০০০০ কয়েন = ১০ ডলার আয় করতে পারবেন।